চতুর্থ অধিবেশনে স্টকের সমাবেশের ফলাফল, নিফটি বন্ধ হলো ১৮ হাজারের উপরে

শেয়ার মার্কেটে (Share Market) বেঞ্চমার্কের (Benchmark) সেনসেক্স বেশ বেড়েছে। যেটি এখন ৪৫৫ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। এর পাশাপাশি নিফটির পয়েন্ট বেড়ে ১৩৩ এ দাঁড়িয়েছে। এপ্রিল মাসের পর এই মঙ্গলবার ১৮ হাজার মার্কের উপরে উঠে বন্ধ হয়েছে। আসলে বিদেশী প্রতিষ্ঠানিকের বিনিয়োগকারীরা অভ্যন্তরের বাজারে বুলিশ অব্যাহত রাখছে।

চতুর্থ সেশনের জন্য সমাবেশ অব্যাহত রাখা হয়েছে। ৩০টি শেয়ারে সেনসেক্স ৪৫৫.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। যেটি ০.৭৬ শতাংশ বাড়িয়ে দিয়েছে। বাড়িয়ে বন্ধ হয়েছে ৬০ হাজার ৫৭১.০৮ পয়েন্টে। অন্যদিকে নিফটির পয়েন্ট বেড়েছে ১৩৩ .৭০। যেটির ০.৭৫ শতাংশ বাড়িয়ে বন্ধ হয়েছে ১৮ হাজার ০৭০.০৫ পয়েন্টে। চলতি বছরে এপ্রিল মাসের ৪ তারিখে নিফটি উঠে গিয়েছিল ১৮ হাজারের উপরে।

বিশ্লেষকরা এই বিষয়ে জানিয়েছেন, বাজারের সমাবেশটি বেশিরভাগই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দ্বারা চালিত হয়ে থাকে। যারা দেশীয় ইক্যুইটি নিটের প্রধান ক্রেতা হয়ে উঠেছে এখনো অবধি। খুচরো যারা বিনিয়োগকারী তাদেরও গতি বেড়েছে। আর্থিক এবং এফএমসিজি (FMCG) শেয়ারের দেশীয় ইক্যুইটিতে বিনিয়োগ করে থাকে এফআইআইগুলিতে (FII)।

বাজাজ ফিনসার্ভ (Bajaj Finserve), ইন্ডা সাইন্ড ব্যাংক (Induslnd Bank), ভারতী এয়ারটেল (Bharati Airtel), টাইটান (Titan) এবং বাজাজ ফাইনান্স (Bajaj Finance) সেনসেক্স শেয়ারে এরাই লাভবান হয়েছে। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) পাওয়ার গ্রিড, এলঅ্যান্ডটি, রিলায়েন্স, এসবিআই (SBI) এবং ইনফোসিসও ইতিবাচক ক্ষেত্রে বন্ধ হয়েছে। এর মধ্যে TCS এ ০.৩৭ শতাংশ সেন্সেক্সএ কমেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *