Twitter এ নীল টিক নিয়ে শোরগোল!

ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষ ট্যুইটার অফিসিয়াল লেভেল চালু করার কথা আগেই ঘোষণা করেছিল। সেই অনুযায়ী ট্যুইটারে অফিসিয়াল ব্যাচ (Official Level) চালু হলো। এখানে একটি টিক চিহ্ন রয়েছে। এর ফলে বিভিন্ন তারকা থেকে শুরু করে পাবলিক ফিগার ও মিডিয়া ও খবর সংক্রান্ত অ্যাকাউন্টে টিক মার্ক যুক্ত অফিশিয়াল ব্যাজ যুক্ত হচ্ছে। এর সঙ্গে পূর্বের ব্লু টিক ব্যাজটিও (Twitter Blue Tick) থাকবে। ওই অ্যাকাউন্টটি ভেরিফায়েড কিনা তা এই টিক দ্বারা বোঝা সম্ভব হবে। এবার ভারতেও এটি চালু হলো। টাকা খরচ করে আপনিও এই ব্লু টিক কিনতে পারবেন। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন। টুইটারে হাই প্রোফাইল টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীদের নামের পাশে থাকে ব্লু টিক। এর দ্বারা বোঝানো হয় অ্যাকাউন্টটি ভেরিফায়েড। এতদিন পর্যন্ত এই চিহ্ন পেতে গেলে কোন টাকা দিতে হতো না। তবে এবার থেকে সেই নিয়মের বদল ঘটলো। এবার অর্থ খরচ করলেই মিলবে ব্লু টিক।

টুইটারের নতুন মালিক এলন মাস্ক এমনটাই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ভেরিফাইড অ্যাকাউন্ট ব্যাবহার করার জন্য নামের পাশে ব্লু টিক পেতে হলে এবার থেকে মাসে ৮ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭০০ টাকা খরচ করতে হবে। চলতি মাসের শেষ দিকে ভারতেও এই পদ্ধতি চালু হয়ে যাবে। ব্লু টিক নিয়ে ট্যুইটারে বেশ শোরগোল শুরু হয়েছে। ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছেন, এবার অর্থ খরচ করলেই মিলবে ব্লু টিক। খরচ হবে প্রায় ৮ ডলার। যে কোনো ব্যাবহারকারী এই ব্লু টিক কিনতে পারবেন, অর্থের বিনিময়ে। তবে এই ঘোষণার পরই শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলছেন এমনটা শুরু হলে অ্যাকাউন্টের সত্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এতোদিন বিনামূল্যে ব্লু টিক পাওয়া গেলেও, সবাই তা পেতেন না। ভালো ভাবে তথ্য যাচাই করে তারপরই ব্লু টিক দিয়ে অ্যাকাউন্ট ভেরিফায়েড (Account Verified) করা হতো। তবে এবার থেকে অর্থের বিনিময়ে এটা কেনা গেলে, অ্যাকাউন্টের সত্যতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসের ২৯ তারিখ আনুষ্ঠানিক ভাবে ট্যুইটারের দায়িত্ব নেন ইলন মাস্ক (Elon Musk)। তিনি চার হাজার চারশো কোটি ডলার খরচ করে ট্যুইটার কিনে নিলেন। এরপরই একের পর এক চমকে দেওয়ার মতো সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। তিনি ট্যুইটারের আগের সিইও পরাগ আগরওয়ালকে সরিয়ে নিজেও সিইও পদে বসেছেন। প্রায় ১১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছেন তিনি। এছাড়া আগামীতে ট্যুইটারের নিয়ম কানুনে একাদিক বদল আনতে চলেছেন তিনি। যার মধ্যে অর্থ দিয়ে ব্লু টিক পাওয়া অন্যতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *