‘ডিয়ার জিন্দেগি’ (Dear Zindagi) ছবিতে কায়রার জীবনের এক অপরিহার্য অংশ হয়ে ওঠেন ডক্টর জাহাঙ্গীর খান। জীবন সম্পর্কে সঠিক শিক্ষা প্রদান করেন তিনি, জীবন বিমুখ যুবতী কায়রাকে। এই চরিত্র দুটিতে অভিনয় করেন আলিয়া ভাট (Alia Bhatt) এবং শাহরুখ খান (Shahrukh Khan)। পর্দার মত বাস্তবেও আলিয়াকে বিভিন্ন ক্ষেত্রে পথ দেখান স্বয়ং বলিউডের ‘বাদশা’। কিছুদিন আগে এমনই এক রহস্য ফাঁস করলেন অভিনেত্রী।
এই মুহূর্তে বাজার সরগরম করণ জোহর (Karan Johar) পরিচালিত ছবি ‘রকি ঔর রানী কী প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani) নিয়ে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং (Ranveer Singh)। কিছুদিন আগে এই ছবির একটি গান মুক্তি পায়। ‘কুড়মাই’ নামের সেই গানটির মুক্তি ঘিরে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই ছবিতে গানের প্রসঙ্গে আলিয়া তাঁর বিভিন্ন বক্তব্য পোষণ করেন। তিনি জানান, ইতিমধ্যে এই ছবির গান ‘তুম ক্যায়া মিলে’ দারুন ভাবে মন ছুঁয়ে গেছে সকলের। অথচ এই গানে অভিনয়ের সময় আলিয়া ছিলেন রীতিমত বিভ্রান্ত। তাঁকে সেই সময় পথ দেখিয়েছিলেন স্বয়ং ‘রোমান্স কিং’ শাহরুখ খান।
কিন্তু কি এমন বিপদে পড়েন আলিয়া? আলিয়া জানান, এর আগে সেভাবে তিনি রোম্যান্টিক গানে ‘লিপ সিঙ্ক’ করেননি। তাঁর অভিনীত প্রথম ছবি ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ (Student Of The Year) এ ‘ইশ্কওয়ালা লাভ’ গানটিতে ছিল এমনই প্রেমের দৃশ্য। আলিয়ার প্রথম দিকের অভিনয় হলেও তিনি অতটা ভয় পাননি, যতটা এবারে পেয়েছেন। কারণ এই মুহূর্তে তিনি অন্যতম ‘ডিম্যান্ডিং’ অভিনেত্রী বলিউডে। তাঁর একটি স্বতন্ত্র ‘ইমেজ’ রয়েছে। কোনও কারণে যদি নড়চড় হয়, তাহলে সেটি তাঁর জন্য ভীষণই হতাশার।
তাঁর এই আশঙ্কার কথা জেনে, হাত বাড়ান শাহরুখ। ডেকে নেন আলিয়াকে নিজের বাড়িতে। কন্যা সুহানার সঙ্গে আলিয়াকে প্রশিক্ষণ করেন ‘লিপ সিঙ্ক’ নিয়ে। সাংবাদিক সম্মেলনে এই ঘটনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত আলিয়া জানান, ‘শাহরুখ শুধু বড় মাপের অভিনেতাই নন, তিনি যে কত বড় মাপের মানুষ তা বারবার প্রমাণিত হয়।” শাহরুখের এই স্বভাবে, রীতিমত আনন্দিত হয়েছেন তাঁর গুণমুগ্ধরাও। তাঁর প্রশিক্ষণেই ‘তুম ক্যয়া মিলে’ গানে, শ্রেয়া ঘোষালের কণ্ঠে আলিয়ার পরিবেশনা একেবারে যথাযথ সাবলীল হয়ে উঠেছিল।