বিদেশে ভ্রমণ করার ইচ্ছেপূরণ করতে গেলে প্রথমেই লাগে পাসপোর্ট (Passport) তাই তো! কিন্তু এবার থেকে শুধু মাত্র আধার কার্ড (Adhaar Card) থাকলেই বিদেশ ভ্রমণ করতে পারবেন। হ্যাঁ এটাই সত্যি। আধার কার্ড দেখিয়েই বিদেশভ্রমণ সম্ভব হবে, যদিও তাতে কিছু বাধ্যবাধকতা আছে। কী কী বাধ্যবাধকতা জেনে নেওয়া যাক!
পাসপোর্ট (Passport) ছাড়া বিদেশ ভ্রমণ করতে গেলে আপনার বয়স অবশ্যই ১৫ বছরের কম অথবা ৬৫ বছরের বেশি হতে হবে নাহলে অতিরিক্ত অনেক নথি (Documents) দেখাতে হতে পারে। যদিও পৃথিবীর সমস্ত দেশ নয়, শুধুমাত্র নেপাল (Nepal) ও ভুটানেই (Bhutan) পাসপোর্ট (Passport) এবং ভিসা (Visa) ছাড়া যাওয়া যাবে।
ভুটানে (Bhutan) পাসপোর্ট নিয়ে গেলে আপনি সেখানে ৬ মাস অবধি থাকতে পারবেন। পাসপোর্ট না থাকলে আপনার ভোটার আইডি (Voter ID) কার্ড ব্যবহার করেই আপনি যাত্রা করতে পারবেন। শিশুদের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র (Birth Certificate) বা স্কুলের আইডি কার্ড (School ID Card) দেখিয়েই যাত্রা করা যাবে। ভারত থেকে ভুটান (Bhutan) যাত্রার জন্য স্থলপথ বা আকাশপথের মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারেন আপনি।
নেপাল (Nepal) যাত্রার জন্য ভারত থেকে আকাশপথই উপযোগী। ভারত থেকে নেপালের কাঠমান্ডু (Kathmandu) অবধি সরাসরি যাওয়ার পথ আছে প্রায় সমস্ত বিমানবন্দর (Airport) থেকেই। পাসপোর্ট ছাড়া নেপালে যেতে গেলে শুধু আপনাকে ভারতের নাগরিকত্বের প্রমাণপত্র (Indian Citizenship ID) হিসেবে কোনো নথি দিলেই হবে।
প্রসঙ্গত বলে রাখি কোন কোন দেশে ভিসা ছাড়া ভ্রমণ সম্ভব। হ্যাঁ, কয়েকটি দেশে পাসপোর্ট দিলেই যাত্রা শুরু করা যায় ভিসা ছাড়াই। আপনি ভিসা ছাড়াই মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ম্যাক্যাও, কম্বোডিয়া, মায়ানমার, কেনিয়া, কাতার, উগান্ডা, ইরান,সেসেলস, জিম্বাবোয়ে ইত্যাদি সুন্দর দেশগুলিতে ভিসা ছাড়াই আপনি যাত্রা করতে পারবেন শুধুমাত্র পাসপোর্ট থাকলেই।
বলা হয় মার্কিন পাসপোর্টধারীরা একসাথে প্রায় ১০০টি দেশে ভ্রমণ করতে পারেন। তার জন্য কোনো ভিসাও লাগেনা। সেইক্ষেত্রে আপনি নিজেও ব্রিটিশ পাসপোর্ট বানিয়ে নিতে পারেন। ব্রিটিশ পাসপোর্ট থাকলে আপনি বিনা বাধায় বিনা পাসপোর্ট ও ভিসায় অনেক দেশে ভ্রমণ করতে পারেন। সেই তুলনায় ভারতের পাসপোর্ট থাকলে আপনি মাত্র ৫৯টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করতে পারেন।