Ola গাড়ির বাজারে আনতে চলেছে ব্যাটারি চালিত চারচাকা গাড়ি।

জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে বিশ্বে বৈদ্যুতিক গাড়ির (Electric Car) জনপ্রিয়তা বেশ বাড়ছে। এর সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন গাড়ি নির্মাতা কোম্পানি বাজারে ইলেকট্রিক টু-হুইলার নিয়ে আসছে। এখনো পর্যন্ত অনেক কোম্পানি বাজারে এ ধরনের গাড়ি এনেছে। এমনই এক গাড়ি নির্মাণকারী সংস্থা হল ওলা (Ola)। একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই সংস্থা ভারতীয় বাজারে নতুন মডেলের ইলেকট্রিক গাড়ী ওলা ইভি লঞ্চ (Ola EV Launch In India) করতে চলেছে। আজকের প্রতিবেদনে এ নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো চলুন জেনে নিন।

সম্পতি ওলা ইলেকট্রিক তাদের নতুন গাড়ি ওলা ইভির একটি ভিডিও (Video) শেয়ার করেছে। এই ভিডিওটিতে গাড়িটিকে সুন্দর ভাবে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যে, গাড়িটির সামনে রয়েছে একটি এলইডি স্ট্রিপ, যা গাড়ির পুরো চওড়া অংশে হেডল্যাম্প পর্যন্ত চলে গেছে। অ্যারোডাইনামিক (Aerodynamics) আকারে এটি ডিজাইন করা হয়েছে। এর সাহায্যে গাড়িটি অধিক রেঞ্জ পাবে। তবে গাড়িটি ভারতীয় বাজারে কবে লঞ্চ করা হবে তা নিয়ে সংস্থা অফিসিয়াল ভাবে কিছু জানায়নি। জানা যাচ্ছে ২০২৪ সালের মধ্যে এটি বাজারে চলে আসবে।ভিডিওটিতে গাড়িটির (Inferior Designদেখা গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে গাড়িটিতে আয়তকার স্টিয়ারিং হুইল দেওয়া হয়েছে। যার কেন্দ্রে রয়েছে ওলা লোগো। প্রসঙ্গত বেশিরভাগ গাড়িতে স্টিয়ারিং গুলি গোল থাকে তবে এই গাড়িতে একটু অন্যভাবে ডিজাইন করা হয়েছে। অন্যদিকে এই গাড়িতে রেয়ার ভিউয়ের জন্য কোন আয়না নেই। বরং এর পরিবর্তে থাকছে এক ধরনের ক্যামেরা। যার মধ্যে দিয়ে রাইডার স্ক্রিন এর সাহায্যে পেছনে আসা যানবাহন দেখা যাবে। এছাড়া এই গাড়িটিতে আরো কিছু অত্যাধুনিক ফিচার দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে

Ola EV-এর সম্ভাব্য দাম

প্রসঙ্গত ওলা এমন একটি গাড়ি তৈরি করতে চায়, যা মাত্র ৫ সেকেন্ডে ০ থেকে ১০০ কিমি প্রতি ঘন্টায় গতিবেগ তুলতে পারে এবং ৫০০ কিমি যেতে পারে। ২০২৪ সাল নাগাদ ভারতীয় বাজারে এই গাড়িটি লঞ্চ হতে পারে বলে অনেকে মনে করছেন। ভারতীয় বাজারে এই গাড়ির দাম হবে ২৫ লাখ টাকার উপরে। তবে ভারতে ২৫ লাখ টাকার নিচের ইভি স্টেটমেন্টের কেতা সবচেয়ে বেশি রয়েছে। তবে শুধুমাত্র এই ভিডিও ছাড়া এই গাড়িটি সম্পর্কে আর কোন বিশেষ তথ্য প্রকাশ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *