সুরের বাঁধনে বাঁধা পড়ল পলক-মিঠুনের প্রাণ, সানাইয়ের সুরে মাতোয়ারা বলিউড

সঙ্গীত জগতের এই মুহূর্তে দুই ‘হার্টথ্রব’ পলক মুচ্ছাল এবং মিঠুন শর্মা সাত পাকে বাঁধা পড়লেন গত ৬ নভেম্বর। সুরকার মিঠুন এবং গায়িকা পলকের কণ্ঠে ‘আশিকি ২’ ছবির বেশ কিছু গানই যেন মূল ‘প্রটাগনিস্ট’ এর ভূমিকা পালন করে। মিষ্টি হাসি তো বটেই, সুরেলা আবেগী কণ্ঠে পলক হয়ে ওঠেন সকলের নয়নের মনি।

মুম্বাইয়ে ধুমধাম করে আয়োজিত করা হল তাঁদের বিবাহ আসর। সোনু নিগম, সস্ত্রীক গায়ক শান থেকে জিৎ গাঙ্গুলি, কৈলাস খের, জাভেদ আলী, আরমান মালিক, তুলসী কুমার, সোনু কক্কর প্রায় অনেক তারকা উপস্থিত ছিলেন এই নবদম্পতির বিশেষ দিনে। সপরিবারে দেখা গেছিল নব্বই দশকের সুরের জাদুকর, উদিত নারায়ণকে। তাঁর বিখ্যাত গান, “মুবারক হো তুমকো ইয়ে শাদি তুমহারি” দিয়ে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেন নব-যুগলের উদ্দেশ্যে।

ব্যস্ততার দরুন উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাই পত্র লিখনের মাধ্যমে তাঁর স্নেহের হাত তুলে ধরেছেন নবদম্পতির মাথায়। তাঁর প্রেরিত পত্রের ছবি উচ্ছ্বসিত পলককে সামাজিক মাধ্যমে প্রকাশ করতেও দেখা গেছে।

ছোট পর্দার বেশ অনেক জনপ্রিয় মুখও সাক্ষী ছিলেন বিবাহ অভিযানে। বিখ্যাত ধারাবাহিক ‘অনুপমা’ খ্যাত রূপালী গাঙ্গুলী, রুবিনা দিলক, অভিনব শুক্লার উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিয়ের দিন পরম্পরা অনুযায়ী সাজলেও, রাজকীয় ছোঁয়া ছিল পলক এবং মিঠুনের পোশাকে। লাল জরির কাজ করা লেহেঙ্গায় পলক একেবারে রাজেন্দ্রনন্দিনী লাগছিলেন। অলঙ্করণেও জাঁকজমক থাকলেও, তাঁর কেশসজ্জায় কিন্তু কোনও পরিবর্তন ছিল না, বরং তা অপরিবর্তনীয় রেখেই বেশ স্বাভাবিকতা বজায় রেখেছিলেন গায়িকা। ঘিয়ে রঙের শেরওয়ানিতে বেশ ‘রয়াল’ লাগছিল মিঠুনকেও। বিয়ে মুম্বইয়ে হলেও রিসেপশন হবে তাঁদের শহর ইন্দোরে। তাই সেখানেও এখন জোর কদমে শুরু হয়ে গেছে প্রস্তুতি। সেখানেও উপস্থিত হবেন বলিউডের চাঁদের হাট..

Palal and Mithun
Scroll to Top