Passport চাই। এইভাবে আবেদন করুন, ৩ দিনের মধ্যেই পেয়ে যাবেন।

দেশের (Country) বাইরে বিমানের সফর করতে গেলে পাসপোর্ট (Passport) অবশ্যই তৈরি করতে হবে। পাসপোর্ট না থাকলে কোন ব্যক্তিই বিদেশ ভ্রমণ করতে পারবেন না। প্রসঙ্গত দেশে কোভিড মহামারীর কারণে আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে যেসব নিষেধাজ্ঞা রাখা হয়েছিল, তা বর্তমান সময়ে ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। এই পরিস্থিতিতে অনেকেই বিদেশ ভ্রমণের পরিকল্পনা নিচ্ছেন। তবে বিদেশ ভ্রমণ করতে গেলে যে পাসপোর্টটি লাগে, তা তৈরি করা অত সহজ নয়। সম্পূর্ণ পাসপোর্টটি পেতে আপনাকে এক বছর অপেক্ষা করতে হয়। যার জন্য হঠাৎ করেই বিদেশ যাওয়ার হলে সমস্যায় পড়তে হতো যাত্রীদের। সেই সমস্যার এবার সমাধান মিলবে।

জরুরি ভিত্তিতে বিদেশ ভ্রমণের জন্য খুব স্বল্প সময়ে মিলবে পাসপোর্ট

বিদেশ মন্ত্রক নতুন এক নিয়ম ঘোষণা করেছে। যে ঘোষণা বলা হয়েছে, জরুরী ভিত্তিতে পাসপোর্টের জন্য আবেদন করলে সঙ্গে সঙ্গেই মিলতে পারে অনুমোদন। আসলে বিদেশ মন্ত্রক ‘তৎকাল প্ল্যান’ নামক নতুন নিয়ম জারি করলো। যে নিয়মের অধীনে যাত্রীরা তৎকাল পাসপোর্টের সুবিধা পাবেন। এর ফলে হঠাৎ করেই বিদেশ যেতে হলে, অল্প সময়ের মধ্যেই নাগরিকরা পাসপোর্ট পেয়ে যাবেন। তবে কিভাবে আবেদন করবেন তৎকাল পাসপোর্ট তা কি জানেন? যদি না জানেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্যই। চলুন তবে, জেনে নিন কিভাবে তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করবেন।

তৎকাল পাসপোর্টের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া

তৎকাল পাসপোর্ট এর আবেদন করার জন্য প্রথমেই আপনাকে পাসপোর্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট www.passportindia.gov.in-এ যেতে হবে। এরপর ওই ওয়েবসাইটে পাসপোর্ট পরিষেবায় নিজের নাম রেজিস্টার করতে হবে। নাম রেজিস্টার হয়ে গেলে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পোর্টালে লগইন করতে হবে। এরপর ‘ফ্রেশ’ এবং ‘রিইস্যু’ বিকল্পের একটি বেছে নিয়ে, ‘তৎকাল’ বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপরই পেয়ে যাবেন তৎকাল পাসপোর্ট এর আবেদনপত্র। এরপর প্রয়োজনীয় বিবরণ দিয়ে আবেদনপত্রটি পূরণ করে জমা দিন। এরপর পাসপোর্টের জন্য নির্দিষ্ট টাকা জমা দিয়ে, নিকটবর্তী পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক (Appointment Book) করুন। এইগুলি সম্পূর্ণ করার পরই আপনি ২/৩ দিনের মধ্যে জরুরি ভিত্তিতে বিদেশ সফরের পাসপোর্ট পেয়ে যাবেন।

Scroll to Top