বর্তমান সময়ে প্রায় প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা। যুগের সাথে সাথে বর্তমানে অনলাইন পেমেন্ট খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। ছোটখাটো দোকানদার থেকে শুরু করে বড় বড় সংস্থাগুলিও অনলাইন পেমেন্ট চালু করেছে। যাতে করে গ্রাহকরা খুব অল্প সময়ের মধ্যেই সরাসরি ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সফার করতে পারে।
অনলাইন পেমেন্ট যতটা বেড়েছে, তার সাথে বেড়েছে বিভিন্ন রকম সাইবার প্রতারণা। হ্যাকাররা বিভিন্নভাবে গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা ফাঁকা করে দিতে বিভিন্ন রকম উপায় বার করছে। আপনিও যদি বিভিন্ন রকম লেনদেন করার Google Pay, Paytm, PhonePe-এর মত অ্যাপগুলি ব্যবহার করে থাকেন, তাহলে এই কাজগুলি করার সময় অবশ্যই সাবধান থাকবেন।
বিশ্বস্ত অ্যাপ ব্যবহার করুন:
বর্তমানে প্লে স্টোরে বহু অ্যাপ রয়েছে যেগুলি টাকা ট্রান্সফার করার জন্য কাজে লাগতে পারে। তবে না জেনে, না ভেরিফাই করে যে কোন রকম অ্যাপ ইন্সটল করবেন না। মোবাইলে একমাত্র বিশ্বস্ত অ্যাপগুলি ইন্সটল করুন। তাহলে আপনার টাকা এবং প্রাইভেসি সুরক্ষিত থাকবে।
PIN শেয়ার করবেন না :
হ্যাকারদের কাছে সব থেকে পরিচিত হ্যাকিং অস্ত্র হলো পিন। এইজন্য যখনই কোন অচেনা নম্বর থেকে কল বা মেসেজ করে আপনার কাছ থেকে কোন পিন জিজ্ঞেস করা হবে, কোন অবস্থাতেই সেই পিন বলবেন না
অজানা লিঙ্কে ক্লিক করবেন না:
অনেক সময় অজানা লিংকে ক্লিক করে গ্রাহকরা প্রতারণার ফাঁদে পড়েন। অজানা লিংকে ক্লিক করার ফলে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য, ব্যাংক একাউন্টের ডিটেলস, পিন ইত্যাদি তথ্য হ্যাকারদের কাছে চলে যায়। এই জন্য কখনোই অজানা কোন লিংকে ক্লিক করবেন না।
স্ক্রিন লক রাখুন:
স্মার্টফোনের পাশাপাশি আপনাদের পেমেন্ট অ্যাপ্লিকেশনগুলিতেও আলাদা করে স্ক্রিন লক দিয়ে রাখুন। কোন কারনে যদি আপনার মোবাইল অন্য কোন ব্যক্তি ব্যবহার করেন বা মোবাইল চুরি হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আপনার মোবাইল থেকে কোনভাবেই টাকা সরিয়ে ফেলতে পারবে না।
অ্যাপ আপডেট করুন:
টাকা লেনদেন করার অ্যাপগুলিতে কোন রকম সমস্যা দেখা দিলে সেই সমস্যাটি ঠিক করার পর অ্যাপটি আপডেট করা হয়। তবে তার জন্য আপনারও আপনার অ্যাপটি আপডেট রাখতে হবে
কিছুদিন পরপর। অনেক সময় আপডেটেড না রাখার জন্য অনেক সময় অ্যাপের মধ্যে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এবং আপনার টাকা রিস্কের মধ্যে পড়তে পারে।