বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটা মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকেই। একদম শিশু বয়স থেকেই অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেন তাঁর বাচ্চাদের। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ করা যায় না। তবে একজন গ্রাহকের ঠিক কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে সেই বিষয়ে নতুন ঘোষণা করলো RBI অর্থাৎ Reserve Bank of India! আসুন জেনে নেওয়া যাক।
সবার আগে জেনে নিন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক কত ধরণের হতে পারে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের ধরন:
১) সেভিংস অ্যাকাউন্ট(Savings Account)
২) কারেন্ট অ্যাকাউন্ট(Current Account)
৩) স্যালারি অ্যাকাউন্ট(Salary Account)
৪) জয়েন্ট অ্যাকাউন্ট(Joint Account)
৫) ফিক্স ডিপোজিট(Fixed Deposit)
৬) জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট(Zero Balance Account)
বর্তমানে বেশিরভাগ লেনদেন অ্যাকাউন্টের মাধ্যমেই হয়ে থাকে। মাসিক সঞ্চয় করতে সেভিংস অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদও দিয়ে থাকে ব্যাঙ্ক। বেতনের জন্য প্রয়োজন হয় স্যালারি অ্যাকাউন্টের। এছাড়াও কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন বহুমানুষ।
তবে এই ক্ষেত্রে কি বলেছে RBI? Reserve Bank of India এর নিয়ম অনুযায়ী কোন ব্যক্তির কটি অ্যাকাউন্ট খোলা হবে তার বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম নেই। একজন ব্যক্তি নিজের যতগুলো ইচ্ছা অ্যাকাউন্ট খুলতে পারেন নিজেদের নিকটবর্তী ব্যাঙ্কে। তবে যদি কোন ব্যক্তি অতিরিক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে একটাই সমস্যা দেখা যায় যা হলো হিসেব রাখা বা নজর রাখা।এতগুলি অ্যাকাউন্ট Maintain করতে ব্যাঙ্ক এর সমস্যা দেখা দেয়। আর গ্রাহক প্রতিটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিকভাবে চালু না রাখলে ব্যাঙ্ক ঐ অ্যাকাউন্ট পিছু আলাদাভাবে চার্জ ধার্য করে।