Realme আগামীকাল ভারতে লঞ্চ করেছে C Series এর নতুন স্মার্টফোন C33 । জেনে নিন, দাম ও ফিচারস।

ভারতের স্মার্টফোনের বাজারে অত্যন্ত পরিচিত একটি ব্র্যান্ড হল রিয়েলমি (Realme)। এই ব্যান্ডের বিভিন্ন মডেলের ফোন ভারতের বাজারে উপলব্ধ রয়েছে। যে ফোনগুলি ব্যবহার করে গ্রাহকেরা এখনো পর্যন্ত পজিটিভ রিপোর্ট দিয়েছেন। মিডিয়া সূত্রে জানা যাচ্ছে, আবারো একটি ফোন ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। আজকের প্রতিবেদনটি এ নিয়ে। চলুন প্রতিবেদন থেকে রিয়েলমির নতুন স্মার্টফোনটি(New Smartphone) সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

আগামী ৬ সেপ্টেম্বর স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের সি সিরিজের (C Series) নতুন ফোনটি লঞ্চ করতে চলেছে। আসন্ন এই ফোনটির নাম হল রিয়েলমি সি ৩৩ (Realme C33)। দুর্দান্ত সঙ্গে ফোনটি লঞ্চ হতে চলেছে। ফোনটিতে কেমন ফিচারস থাকবে তা জেনে নিন। প্রসঙ্গত এই নতুন মডেলের ফোনটির জন্য একটি নতুন মাইক্রোসাইট তৈরি করা হয়েছে রিয়েলমি ইন্ডিয়া ওয়েবসাইটে (Realmi India Website)।

রিয়েলমি সি৩৩ মডেলের ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্ট (3 Storage Varient) নিয়ে লঞ্চ হবে। এই তিনটি ভ্যারিয়েন্ট হল ৩ GB RAM ও ৩২ GB ইন্টারনাল স্টোরেজ, ৪ GB RAM ও ৬৪ GB ইন্টারনাল স্টোরেজ এবং ৪ GB RAM ও ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ফোনটি তিনটি রঙে মিলবে, যথা স্যান্ডি গোল্ড, অ্যাকোয়া ব্লু, এবং নাইট সি। ফোনটিতে ৮.৩ মিলিমিটারের স্লিম ডিজাইন থাকবে, যার ফলে ফোনটির ওজন হবে প্রায় ১৮৭ গ্রাম। নতুন মডেলের এই ফোনটি ভারতীয় বাজারে (Indian Market) ৯,৫০০ টাকা থেকে ১০,৫০০ টাকার মধ্যে পাওয়া যাবে।

রিয়েলমি(Realme)- এর তরফে জানানো হয়েছে, ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা (Dual Rear Camera) ব্যাবহার করা হয়েছে। যেখানে প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেল (50 Mp) বিশিষ্ট। ব্যাটারির দিক থেকেও শক্তিশালী হবে এটি। এই ফোনে ৫০০০mAh ক্যাপাসিটির ব্যাটারি লাগানো হয়েছে। এর সঙ্গে থাকবে আল্ট্রা সেভিং মোড এবং এক্সটেন্ডেড ব্যাটারি লাইফের জন্য আলাদা ফিচার।
এছাড়া রিয়েলমি ফোনটিযে 37 দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে ।

Scroll to Top