20 টাকার নিচে রিচার্জ করিয়ে যত ইচ্ছা কথা বলুন, রইলো আরো পরিষেবা

2021 সালের ডিসেম্বর মাসে সব কয়টি প্রাইভেট টেলিকম সংস্থা তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছিল। প্রতিটি সংস্থার প্রিপেইড এবং পোস্টপেইড প্ল্যানের দাম 20 থেকে 25 শতাংশ বেড়েছিল। যার ফলে সাধারণ মানুষকে যথেষ্ট ভুক্তভোগী হতে হয়েছিল। সাধারণ মানুষের পক্ষে একাধিক সিম চালু রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

আগে 20 বা 30 টাকার নিচের রিচার্জ প্ল্যান পাওয়া গেলেও এখন সেটি আর উপলব্ধ নেই প্রাইভেট টেলিকম সংস্থা গুলিতে। তবে এখনো পর্যন্ত সেই সুযোগ সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) আপনাদের দিচ্ছে। আপনি BSNL 20 টাকার নিচের রিচার্জ পেয়ে যাবেন, তাও সেটার বৈধতা 30 দিনের জন্য।

BSNL এর এই প্ল্যানটি 20 টাকার নীচে পাওয়া যাবে। আপনি এবার সারা মাস 20 টাকার নিচে রিচার্জ করিয়ে আপনার সিম চালু রাখতে পারবেন। যেখানে অন্যান্য টেলিকম সংস্থা জিও (Jio), এয়ারটেল (Airtel), Vodafone Idea ক্ষেত্রে মিনিমাম 50 টাকার প্ল্যান রিচার্জ করাতেই হবে। সেখানে BSNL এই রিচার্জ প্ল্যানটি সত্যি লাভদায়ক গ্রাহকদের জন্য।

BSNL এর এই রিচার্জ প্ল্যানটির দাম 19 টাকা। এই প্ল্যানটিকে Voice Rate Cutter 19 বলা হয়ে থাকে। এই রিচার্জ প্ল্যানটি আপনার সিম যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রাখবে। আপনি কারোর কল রিসিভ করতে পারবেন। আপনার অন নেট 0.20 পয়সা করে কাটবে। এছাড়া অন্যান্য পরিষেবাও পেয়ে যাবেন। তাছাড়া আপনার ফোনে কোন ডেটা প্ল্যান বা ব্যালেন্স না থাকে তাতেও কোন অসুবিধা হবে না।

Scroll to Top