Recruitment in Malda: মালদহ জেলায় বেশকিছু শূন্যপদে চাকরির সুযোগ। জানুন বিস্তারিত।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যজুড়ে বিভিন্ন জেলাতে সরকার অধীন গ্রামীণ গ্রন্থাগারে চলছে নিয়োগ। নিয়োগ করা হচ্ছে গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান পদের জন্য। এই বিষয়ে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে বিভিন্ন জেলার প্রশাসনিক ওয়েবসাইটে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মালদহ জেলার প্রশাসনিক ওয়েবসাইটেও। বেশ কয়েকটি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। আবেদন করা যাচ্ছে শুধুমাত্র অনলাইনে।

লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক পদে জেলায় রয়েছে মোট ২৯টি শূন্যপদ। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। নিযুক্তদের মাসিক বেতনক্রম হবে ২২,৭০০ থেকে শুরু করে ৫৮,৫০০ টাকা।

প্রার্থীদের যেকোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশের পরীক্ষায় পাশ করতে হবে। থাকতে হবে বিজ্ঞপ্তিতে উল্লিখিত কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স সংক্রান্ত শংসাপত্র। প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কিত জ্ঞান থাকা এবং বাংলা ভাষায় স্বচ্ছন্দ হওয়াও জরুরি। লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স বা সমগোত্রীয় বিষয়ে প্রার্থীদের ব্যাচেলর্স ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন।

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হবে তবে তার আগে লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং হিন্দি মাধ্যমে। নিয়োগ করা হবে আগামী ৩০ জুলাই। প্রার্থীদের তার আগে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন ১৩ জুন রাত ১২টা। নিয়োগ সম্পর্কিত তথ্য বিস্তারিত জানতে আগ্রহীদের মালদহ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *