গত ১লা অক্টোবর দেশ জুড়ে 5G নেটওয়ার্ক (5G Network Service) লঞ্চ হয়ে গেল। এরপরই সমস্ত টেলিকম সংস্থা 5G নেটওর্য়াক পরিষেবা চালু করতে শুরু করছে। পিছিয়ে নেই দেশের অন্যতম টেলিকম সংস্থা রিলাইয়েন্স জিও (Rilience Jio)। গত 5ই অক্টোবর থেকে দেশের ৪টি প্রধান শহরে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করেছে জিও। এর মধ্যে রয়েছে কলকাতা, মুম্বাই, দিল্লি, বারাণসী। গ্রাহকদের দেওয়া হচ্ছে ওয়েলকাম অফার। এর জন্য জিও সিম বা ফোন ব্যবহারকারীদের আলাদা 5G আপগ্রেড করতে হবে না বলে জানানো হয়েছে। চলুন প্রতিবেদন থেকে এর বিস্তারিত তথ্য জেনে নিন।
রিলাইয়েন্স জিও গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ডেটা ব্যাবহারের সুযোগ দেবে। ১ Gbps স্পীডে (1Gbsp Speed) এই ডেটা ব্যাবহার করতে পারবেন গ্রাহকেরা। তবে জিও 5G সাপোর্টেড থাকলেই যে এই ডেটা বাবহার করতে পারবেন, তা কিন্তু নয়। এর জন্য আপনার স্মার্টফোনটি স্ট্যান্ড অ্যালন 5G সার্পটেড (5G SA Supported) হতে হবে। অনেকের ফোনই 5G সাপোর্ট করলেও, 5G SA সাপোর্টেড নয়। তবে নির্মাণকারী সংস্থাগুলি চাইলে OTA আপডেটের মধ্যে দিয়ে ফোনটি 5G SA এনবেল করতে পারে। আপনার যদি দিল্লি (Delhi), মুম্বাই (Mumbai), কলকাতা (Kolkata) বা বারাণসীর (Baranashi) গ্রাহক হন, তবেই জিও ট্রু 5G (Jio True 5G) ব্যবহার করতে পারবেন। এই শহরগুলিতে জিও পরীক্ষামূলক ভাবে 5G পরিষেবা শুরু করেছে। আপনি যদি এই শহরগুলির বাসিন্দা হন, তবে আপনাকে 5G ট্রায়ালে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ করা হবে। তবে এর জন্য আপনাকে কিছুই করতে হবে না। জিওর পক্ষ থেকে জানানো হয়েছে, "এখন 5G পরিষেবাগুলি শুধুমাত্র একটি আমন্ত্রণের ভিত্তিতে পাওয়া যাবে।" যত দিন না শহরের গ্রাহকেরা সেরা নেটওয়ার্ক কভারেজ পান, ততদিন গ্রাহকেরা বিটা পরিষেবা পাবেন।
এই চারটি শহরের পর পর্যায়ক্রমে বাকি শহরগুলিতে 5G পরিষেবাগুলি চালু করা হবে। তবে 5G পরিষেবা পাবার জন্য আলাদা ভাবে জিও সিম বা 5G হ্যান্ডসেট আপগ্রেড করার দরকার নেই। এগুলি স্বয়ংক্রিয়ভাবে Jio True 5G পরিষেবাগুলিতে আপগ্রেড (Auto Upgrade) হবে। শহর দিল্লির এক জিও ব্যবহারকারী জানিয়েছেন, “4G-এর তুলনায় 5G-তে ইন্টারনেটের গতি একটি স্বাগত পরিবর্তন, এবং এটি শীঘ্রই উপলব্ধ করা উচিত।” দিল্লিতে জিও 5G যে পরিমান স্পীড দিচ্ছে, তাতে দিল্লিবাসী খুশি।