Reliance Jio চালু করলো ২৮ দিনের পরিবর্তে পুরো এক মাসের বৈধ প্ল্যান সাথে আরও অনেক সুবিধা।

দেশের প্রথম বৃহত্তম টেলিকম সংস্থাটি হলো মুকেশ আম্বানির রিলায়েন্স জিও (Reliance Jio) । এই সংস্থা গ্রাহকদের কথা মাথায় বিভিন্ন ধরনের সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান (Recharge Plan) দিয়ে থাকেন। গ্রাহকদের আকৃষ্ট করতে বারংবার এই এই ধরনের প্ল্যান নিয়ে আসে বাজারে। সম্প্রতি এমনই এক সাশ্রয়ী মূল্যের প্ল্যান বাজারে এনেছে, যা গ্রাহককে ২৮ দিনের বৈধতার বদলে পুরো এক মাসের বৈধতার প্ল্যান দেবে।

অন্যান্য সমস্ত সংস্থা সহ জিওর রিচার্জ প্ল্যান গুলোর বৈধতা ছিল ২৮ দিনের। এতে করে গ্রাহকেরা অনেকটাই সমস্যায় পড়তেন। এই ঝামেলা দূর করে জিও এবারে দারুন এক রিচার্জ প্ল্যান নিয়ে আসলো বাজারে, যেখানে 30 এবং 31 অর্থাৎ পুরো এক মাসের (Monthly Recharge Plan) ভ্যালিডিটি অফার পাবে। আজকের প্রতিবেদনটি এ নিয়েই। চলুন প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

রিলায়েন্স জিওর নতুন প্ল্যানটির নাম ‘ক্যালেন্ডার মাস প্ল্যান'(Calender Monthly Plan), যা ক্যালেন্ডার অনুযায়ী কাজ করবে। অর্থাৎ যদি মাসে ৩০ দিন থাকে তবে এই প্ল্যানটি ৩০ দিন বৈধ থাকবে। আবার যদি মাসটি ৩১ দিনর হয় তবে এটি ৩১ দিন বৈধ থাকবে। এই প্ল্যানের জন্য আলাদাভাবে কোন সময় নির্ধারণ করা হয়নি। সামগ্রিকভাবে বললে বলা যায় যে যে মাসে যেই তারিখে এই প্ল্যানটি গ্রাহকেরা রিচার্জ করবেন ঠিক তার পরের মাসের ওই তারিখ পর্যন্ত প্ল্যানটি চালু থাকবে। দুর্দান্ত এই রিচার্জ প্ল্যানটি পেয়ে যাবেন মাত্র ২৫৯ টাকায়।

রিলায়েন্স জিওর সবচেয়ে সস্তা মূল্যের প্ল্যান এটি। এই প্ল্যানে গ্রাহকেরা যে সমস্ত সুবিধা পাবে সেগুলি হল –

১) প্রতিদিন ১.৫ GB করে 4G ইন্টারনেট ডেটা ব্যাবহারের সুবিধা পাবেন।

২) ৩০ দিন বৈধতার মধ্যে ইউজাররা মোট ৪৫ GB ইন্টারনেট ডেটা (Internet Data) এবং ৩১ দিনের মধ্যে ৪৬.৫ GB 4G ইন্টারনেট ডেটা পেয়ে যাচ্ছেন। ডেটা লিমিট শেষ হলে ইন্টারনেট স্পিড ৬৪Kbps হয় যাবে।

৩) আনলিমিটেড ভয়েস কলিংয়ের(Unlimited voice Calling) সঙ্গে লোকল এবং STD নম্বরগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে কলিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন। এছাড়া রোমিংও বিনামূল্যে কাজ করবে৷
৪) দৈনিক ১০০টি করে এসএমএস(SMS) পাবেন। অর্থাৎ ৩০ দিনের বৈধতায় ৩০০০ এসএমএস এবং ৩১ দিনের বৈধতায় ৩১০০ টি এসএমএস পেয়ে যাবেন।

৫) এছাড়া এই প্ল্যান রিচার্জ করলে গ্রহকেরা বিনামূল্যে সমস্ত Jio অ্যাপ, যেমন Jio TV, JioCinema, JioSecurity এবং JioCloud ব্যবহার করতে পারবেন ।

Scroll to Top