শুধু অভিনয়েই নয়, বরং শিকারেও কি তবে ভালো করে হাত পাকিয়ে নিয়েছেন ‘দাশগুপ্ত’ দম্পতি? যশ এবং নুসরতকে নিয়ে হয়ত এমন প্রশ্ন আপনাদের মনে ইতিমধ্যেই জাগ্রত হয়ে উঠেছে। যশ এবং নুসরতের সামাজিক মাধ্যমে (Social Media) প্রকাশ পাওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই প্রশ্ন আরওই যেন জোরালো হয়ে ওঠে। সঙ্গে আবার তাঁরা যোগ করেছেন, ‘জঙ্গলে তো সবাই যায়, কিন্তু শিকারের দম ক জনের থাকে?’ ঠিক যেন কোনও এক অজানা ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিয়েছেন তাঁরা দর্শকদের উদ্যেশ্যে! কিন্তু তাও হেয়ালির মাধ্যমে, রহস্যের মোড়কে। কিন্তু কেন? আসলে এটি হল তাঁদের আসন্ন ছবির প্রচার কৌশল। সম্প্রতি তাঁদের আগামী ছবি ‘শিকার’ (Shikarr) এর প্রাক প্রস্তুতি নিয়ে একটি সাংবাদিক বৈঠক আয়োজিত হয়েছিল কলকাতার বিলাসবহুল রেস্তোরাঁ, J.W. Marriot এ। ছবিটিতে শুধু যশ এবং নুসরতই নেই, বরং তাঁদের সঙ্গে তাল মিলিয়েছেন টলিউড সম্রাজ্ঞী ঋতুপর্ণা সেনগুপ্তও (Rituparna Sengupta)।
সাংবাদিক বৈঠকে পরিচালক দেবরাজ সিংহসহ (Debraj Sinha) সকল কলাকুশলীই তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। পরিচালকের মতে এটি একটি ‘অ্যাকশন’ ফিল্ম হলেও তাতে যে পরের পর নায়ক খলনায়কের লড়াই থাকবে, এমন নয়। বরং ‘অ্যাকশন’ কনসেপ্টটি থাকবে বিভিন্ন আঙ্গিকে। সংলাপে, সম্পর্কে, বিভিন্ন দিক দিয়েই নানারকম ‘অ্যাকশন’ ফুটে উঠবে। ঋতুপর্ণা জানালেন তাঁর চরিত্রটি একজন ‘সিঙ্গেল মাদার’ এর। অভিনেতা যশ দাশগুপ্তের (Yash Dasgupta) চরিত্রের সঙ্গে তাঁর একটি সুন্দর রসায়ন ফুটে উঠবে ছবিটি জুড়ে। চিত্রনাট্যের বিষয়বস্তু নিয়ে তাঁদের প্রত্যেকের মুখেই প্রশংসা স্তুতি শোনা গেল। যশ এই ছবিতে মফস্বলের ছেলে, যে তাঁর এলাকার ভালো মন্দের সব দিকের প্রতি যত্ন রাখে। নুসরত তাঁরই সঙ্গিনী।
ছবির বিষয়বস্তু নিয়ে কেউই খোলসা করে জানাননি কিছু। তবে স্থানীয় কোনও গোলযোগকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই ছবির প্রেক্ষাপট। সাংবাদিক সন্মেলনে চিত্রনাট্যের প্রতি বিশ্বাসের কথা জানিয়েছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। তিনি বলেছেন, সারা বছর একসঙ্গে অনেকগুলি ছবি না করে, বরং ভালো বিষয়বস্তু নির্বাচন করে ছবি করা অনেক ভালো। তাই তিনি ‘শিকার’ এর মত একটি চিত্রনাট্য বেছে নিয়েছেন। দেবরাজ সিংহর পরিচালনা, কলাকৌশলসহ প্রতি পদক্ষেপ মুগ্ধ করেছে অভিনেতা অভিনেত্রীদের। ‘ওয়ান’ (One), ‘SOS কলকাতা’ (SOS Kolkata) এর পর, তৃতীয় থ্রিলারধর্মী ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন যশ এবং নুসরত। ছবিটি নিবেদন করছে পান্ডে মোশন ফিল্মস। সদ্য শুরু হয়েছে ছবির শুটিং। যশ নুসরতের সম্পর্কের স্বীকৃতি লাভের পর এই প্রথম তাঁরা পর্দায় উপস্থিত হবেন, তাই স্বভাবতই আশায় দিন গুনতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন ‘যশরত’ (YashRat) অনুরাগীরা।