নাট্য জগতে তাঁর অবদান যেমন অতুলনীয়, তেমনই তাঁকে নিয়ে চর্চারও যেন বিরাম নেই। চিরকাল তিনি আলোচনার শীর্ষে থাকতেন। তাই তাঁর জীবনকে রুপোলি ক্যানভাসে ফোটাতে উদ্যত হতে চান যেকোনও পরিচালক। কথা হচ্ছে নটি বিনোদিনীকে নিয়ে।
পরিচালক রাম কমল মুখোপাধ্যায় এই চর্চিত নটির জীবনী নিয়ে আসছেন বড় পর্দায়। নাম ভূমিকায় রুক্মিণী মৈত্র। একেবারে চেনা ছকের বাইরে ধরা দিতে চলেছেন অভিনেত্রী। পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এটি যে হুবহু নটি বিনোদিনীর জীবন তুলে ধরা হয়েছে, তা কিন্তু নয়, বরং তাঁর থিয়েটারে আগমন, সেখান থেকে সরে আসা, জীবনের নানা চড়াই উৎরাইয়ের নির্যাস নিয়েই বুনন করেছেন ছবির গল্প। বেশিরভাগটাই লেখকের কল্পনাপ্রসূত।
পরিচালক রুক্মিণীর প্রসঙ্গেও প্রশংসায় পঞ্চমুখ। এই ছবির কাজ অতিমারীর আগে শুরু হয়েছিল। অতিমারীতে কাজ স্থগিত থাকলেও রুক্মিণী কিন্তু বিনোদিনী হয়ে ওঠার প্রচেষ্টায় কোনও কমতি রাখেননি। বই পড়া থেকে তখনকার নটিদের শরীরী ভাষা, ক্ল্যাসিক্যাল ড্যান্স, সবকিছুকেই তিনি রপ্ত করেছেন। ছবির প্রেজেন্টার হিসেবে রয়েছেন দেব। চলতি বছরের শেষদিকেই শুরু হওয়ার কথা এই ছবির শুটিং।