প্রায় বছর পঁচিশ আগে তিনি পা রাখেন রুপোলি পর্দায়। সাবলীল অভিনয় দিয়ে সহজেই মন জিতে নেন দর্শকদের। এই মুহূর্তে টিআরপিতে সর্বোচ্চ স্থানে রাজ করা “অনুরাগের ছোঁয়া” (Anurager Chhowa) ধারাবাহিকের তিনি অন্যতম একটি মূল স্তম্ভ। রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra), এই মুহূর্তে যিনি বাঙালি দর্শকের অত্যন্ত কাছের ‘লাবণ্য সেনগুপ্ত’ হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু সম্প্রতি তাঁকে নিয়েই ছড়িয়েছে একটি বিভ্রান্তিমূলক সংবাদ। বাংলাদেশের একটি চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে, না ফেরার দেশে চলে গেছেন রূপঞ্জনা মিত্র!
এমন কুরুচিকর মনোভাবসম্পন্ন একটি বিষয় বস্তু নির্বাচন করেছেন যে সেই চ্যানেলের নির্মাতারা, সেই কারণে ক্রুদ্ধ হয়ে উঠেছেন রূপঞ্জনা মিত্র-সহ তাঁর অনুগামী এবং সহ অভিনেতা অভিনেত্রীরা। বাংলাদেশের এমন অনেক চ্যানেল আছে যেখানে সহজে দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার জন্য যাঁরা তাঁদের মানসিক বিকারের পরিচয় দিয়ে থাকেন। তাঁদের বিষয় বস্তু নির্বাচন হয় জীবিত মানুষের ভুয়ো খবর প্রকাশ করে। রূপাঞ্জনা অভিনীত “অনুরাগের ছোঁয়া” ধারাবাহিক নিয়ে এমন অনেক খবর তাঁরা প্রকাশ করে থাকেন যার সঙ্গে ধারাবাহিকের কোনও রূপ সম্পর্ক নেই।
তাঁরা তাঁদের সাম্প্রতিক খবর অনুযায়ী জানিয়েছেন, ২২ এপ্রিল সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন রূপাঞ্জনা। যদিও ভিডিওটির শেষে তাঁরা জানান, ধারাবাহিকের কোনও একটি পর্বে লাবণ্য সেনগুপ্তের অসুস্থতা নিয়ে এমন গুজব ছড়িয়েছেন অন্যান্য ইউটিউব চ্যানেল। তাই তাঁরাও সেই পথে হেঁটে সকলকে ‘পরিষ্কার’ করে দিতে ভিডিওটি নির্মাণ করেছেন জীবিত ব্যক্তির মৃত্যুকে প্রচার করেই। সামাজিক মাধ্যমে পোস্ট করে, এমন নিম্ন মানসিকতার বিষয়বস্তুকে ‘রিপোর্ট’ করতে বলেছেন স্বয়ং অভিনেত্রী। তাঁর অনুগামীরাও সায় দিয়েছেন তাঁকে।
এই মুহূর্তে চুটিয়ে অভিনয় করার সঙ্গে, দারুন ভাবে সংসার করছেন রূপাঞ্জনা। প্রায়ই সামাজিক মাধ্যমে স্বামী রাতুল মুখার্জী এবং একমাত্র আদরের ছেলেকে নিয়ে সুন্দর সুন্দর মুহূর্ত যাপনের সাক্ষী হন অভিনেত্রীর গুণমুগ্ধরা।