বলিউড থেকে টলিউড, সেরার দৌড়ে সামিল রুপোলি দুনিয়া

চন্দ্রযান স্পর্শ করেছে চাঁদের পাহাড়! ভারতবাসীর কাছে এই গর্বের ২৪ ঘণ্টা পূরণ হতে না হতেই আরও এক চমক উপনীত হল। গত ২৪ অগস্ট দিল্লি এবং কলকাতা, দুটি মহানগরীতেই আয়োজিত হল দুটি পুরস্কার বিতরনী অনুষ্ঠান। দিল্লিতে আয়োজিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং কলকাতা তিলোত্তমার বুকে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত হল টেলি একাডেমী আওয়ার্ডস।

দিল্লিতে আয়োজিত হওয়া ৬৯ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানটিতে সেরার শিরোপা পেলেন আলিয়া ভাট থেকে কৃতী শ্যানন প্রমুখ। ‘ গাঙ্গুবাই কঠিয়াওয়াড়ি’র জন্য পুরস্কৃত হয়েছেন আলিয়া। মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত বাবা মুকেশ ভাট। আবেগ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। অপরদিকে ‘মিমি’ ছবিটির জন্য সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত কৃতি। সেরা অভিনেতা ‘পুষ্পা’ আল্লু অর্জুন। সেরা ফিচার ফিল্ম হিসেবে জুরি আওয়ার্ড পেয়েছে ‘শেরশাহ’ ছবিটি। সেরা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে মাধবন অভিনীত ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। সেরা সঙ্গীত পরিচালনার জন্য সেরার মুকুট পরিধান করেছে ‘পুষ্পা’। জনপ্রিয় ছবি হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ‘আর আর আর’। নার্গিস দত্ত পুরস্কার পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। সেরা বাংলা ছবি হিসেবে সম্মানিত হয়েছে ‘কালকক্ষ’। স্বাধীনতার প্রেক্ষাপটে নির্মিত ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধাম’ মনোনীত হয়েছে সেরা হিন্দি ছবি হিসেবে।

অপরদিকে পিছিয়ে নেই টলিউড। জনপ্রিয় ধারাবাহিক হিসেবে সেরার স্থান অর্জন করেছে ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘জগদ্ধাত্রী’। সেরা অভিনেতা এবং অভিনেত্রীর সম্মান অর্জন করেছেন দিব্যজ্যোতি দত্ত এবং অঙ্কিতা মল্লিক। সেরা জুটি সূর্য এবং দিপা। সেরা শ্বাশুড়ি রুপঞ্জনা মিত্র। ‘গোধূলি আলাপ’ এর জন্য সেরা অভিনয়ের বিশেষ সম্মান লাভ করেছেন কৌশিক সেন। মরণোত্তর সম্মানে ভূষিত হয়েছেন ঐন্দ্রিলা শর্মা। অনুপ্রেরণা প্রদানকারী চরিত্র হিসেবে সেরার শিরোপা জয় করছেন সব্যসাচী চৌধুরী, রামপ্রসাদের চরিত্রের জন্য। তিয়াশা লেপচা এই পুরস্কার পেয়েছেন ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে অভিনয়ের জন্য।
সবচেয়ে বড় চমক, খোদ মুখ্যমন্ত্রীও পুরস্কার প্রাপকের তালিকায় ছিলেন। ‘গুড্ডি’ এবং ‘জগদ্ধাত্রী’ এর গীতিকার এবং সুরকার হিসেবে তাঁকেও পুরস্কৃত করতে চাওয়া হয়। কিন্তু পুরস্কার না নিয়ে, মজার ছলে এড়িয়ে যান মাননীয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *