তিনি বলি-দুনিয়ার এক এবং অদ্বিতীয় ভাইজান। বয়স হাফ সেঞ্চুরি পাড় করেও আধ যুগ পেরিয়েছে। ৫৬ টা বসন্তের সাক্ষী হয়েছেন তিনি। কিন্তু আসমুদ্রহিমাচল সকলের কাছে তিনি প্রিয় ‘ভাইজান’। সালমান খান (Salman Khan), ১৮৮৯ সালে ‘বিবি হো তো অ্যায়শি’ (Biwi Ho To Aisi) ছবি দিয়ে তাঁর অভিষেক ঘটে বলি পর্দায়। অল্পবয়সী, দুষ্টু মিষ্টি প্রানবন্ত এই যুবকের, ভারতবাসীর হৃদয় জিতে নিতে বেশি বেগ পেতে হয়নি। একের পর এক ছবিতে দুর্দান্ত ‘স্ক্রিন প্রেজেন্স’ এ মানুষের মনে জায়গা করে নিয়েছেন বড় পর্দার ‘চুলবুল পান্ডে’।
সারা ভারত জুড়ে বিপুল কদর পেয়েও এখনও ‘চির যুবক’ আমাদের ‘দাবাং’ সাল্লু মিঞা। এই মুহূর্তে তিনি এখন হিন্দি জনপ্রিয় ‘রিয়েলিটি শো’, ‘বিগ বস’ (Big Boss) এর ১৬ নম্বর মরশুমের সঞ্চালক হিসেবে ব্যস্ত। সম্প্রতি বিগ বসের সেটে বেশ কিছু মজাদার মুহূর্তের সাক্ষী হলেন দর্শক মহল।
‘কমেডি কুইন’ ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া (Harsh Limbachiyaa) উপস্থিত হয়েছিলেন বিগ বসের মঞ্চে। হর্ষ একজন কমিক স্ক্রিপ্ট রাইটার। ‘কমেডি সার্কাস’ (Comedy Circus) নামের এক জনপ্রিয় অনুষ্ঠানে ভারতীর জন্য স্ক্রিপ্ট লিখতেন হর্ষ, সেখান থেকেই তাঁদের রূপকথার গল্পের শুরু হয়। এখন তাঁদের জীবনে এসেছে ছোট্ট ফুটফুটে ‘গোলা’। প্রসঙ্গত, বিগ বসের মঞ্চে সকলকে চমকে দিয়ে উপস্থিত হয়েছিলেন ভারতী এবং হর্ষের এই একরত্তি পুত্রটি।
ভারতী তাঁর পুত্রকে আদর করে ‘গোলা’ বলে ডাকেন। যদিও তাঁর ভালো নাম লক্ষ্য। গোলা মঞ্চে উপস্থিত হওয়া মাত্রই চারিদিকে আলোড়ন পড়ে যায়। সামাজিক মাধ্যমে (Social Media) ভারতী ইতিমধ্যে গোলার অস্তিত্ব বেশ সক্রিয় করে তুলেছেন। ছোট্ট একরত্তি যে সকলের প্রিয় হয়ে উঠেছেন, তা বলতে বাকি থাকে না। গোলাকে মঞ্চে উপস্থিত করা মাত্রই, ভারতী তাঁকে স্বয়ং ভাইজানের কোলে দিয়ে দেন। ভারতী যেখানে, সেখানে দম ফাটা হাসির রসদের যে অভাব পড়বে না তা নিয়ে সন্দেহ নেই। ভারতী তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে হাসির আবহ তৈরি করেন মঞ্চে। সালমানকে জানান, গোলাকে কোলে নিয়ে সালমান যখন বাচ্চা সামলাতে শিখে গেছেন, তাহলে এখন তাঁর বিয়ের পিঁড়িতে বসতেও অসুবিধা নেই। কমেডি কুইনের মুখে এমন কথা শুনে নিজেকে ধরে রাখতে পারেননি ভাইজান। দর্শকদের সঙ্গে তিনিও এই মজাদার মুহূর্তে মজে উঠেছেন। এমনকি ছোট্ট গোলাকে উপহার হিসেবে দিয়েছেন তাঁর মতই হুবহু একটি সুন্দর ব্রেসলেট।