বিশ্বের একটি জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা হলো সামসুং (Samsung)। বিশ্বের বিভিন্ন দেশে সামসুং-এর স্মার্টফোন রয়েছে। এই সংস্থা বাজারে আরেকটি নতুন মডেলের স্মার্টফোন নিয়ে আসলো। যেটি সামসুং এর A সিরিজের অধীনে রয়েছে। নতুন এই ফোনটির নাম গ্যালাক্সি এ২৩ ৫জি (Galaxy A23 5G)। আজকের প্রতিবেদনে এই স্মার্টফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানবেন। চলুন প্রতিবেদন থেকে Galaxy A23 5G স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিসেশন (Feature & Specification) জেনে নিন।
তবে গ্যালাক্সি এ২৩ ৫জি ফোনটি ভারতীয় বাজারে নয়, লঞ্চ হবে জাপানের (Japan) বাজারে। ইতিমধ্যেই সামসুং এর এই মডেলটি বিভিন্ন দেশের বাজারে রয়েছে। তবে এটি জাপানের জন্য এক্সক্লুসিভ ভাবে তৈরি করা হয়েছে। যা আসল গ্যালাক্সি এ২৩ ৫জি থেকে অনেকটাই আলাদা। যার দাম ভারতীয় মূল্যে ১৯,০০০ টাকা। তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এটি। এই তিনটি কালার হলো রেড, ব্ল্যাক ও হোয়াইট। ডোকোমো (Docomo), এইউ (Au), রাকুটেন মোবাইল (Rakuten Mobile) এবং জে:কম (J:Com) থেকে এই ফোনটি কেনা যাবে।
১) ১৬৮ গ্রাম ওজনের এই ফোনটিতে রয়েছে ৫.৮ ইঞ্চির একটি কমপ্যাক্ট টিফটি এলসিডি ডিসপ্লে (LCD Display)। এই ডিসপ্লেটি ১৫৬০ x ৭২০ পিক্সেল এইচডি+ রেজোলিউশন সহ আসবে। এতে লাগানো হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট। যা ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ সহ আসবে।
২) গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনে ফটোগ্রাফির জন্য শক্তিশালী ক্যামেরা (Camera) ব্যাবহার করা হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। সেলটি ও ভিডিও কলের জন্য লাগানো হয়েছে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
৩) ফোনটিতে রয়েছে আইপি৬৮ (IP68) রেটিং। যা এটিকে জল ও ধুলোর হাত থেকে রক্ষা করবে। ব্যাটারি ক্যাপাসিটির (Battary Capacity) কথা বললে সামসুং এর গ্যালাক্সি এ২৩ ৫জি স্মার্টফোনটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত।
৪) এছাড়া ফোনটিতে রয়েছে একটি স্পিকার ও একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে হ্যান্ডসেটটি ইসিম সাপোর্ট, ৫জি কানেক্টিভিটি, ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.২, জিএনএসএস এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সাপোর্ট। এটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও রয়েছে।