সিন্ধুপারের বিদেশিনীই হয়ে উঠলেন অভিনেতা গৌরব মণ্ডলের বাগদত্তা, ভাইরাল ভিডিও

পর্দার ওপারের বিশ্ব, চিরটাকাল এ পারের মানুষের কৌতূহলের কেন্দ্র হয়ে উঠেছে। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ততা যেন সর্বোচ্চ লক্ষিত হয় জনসাধারণের মধ্যে। টলিউড অভিনেতা গৌরব মন্ডল, এক অন্যতম আলোচিত নাম দর্শক মহলে। ‘বেদেনী মলুয়ার কথা’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল তাঁর রুপোলি জগতের যাত্রা। সুঠাম, বলিষ্ঠ চেহারার এই সুদর্শন, রাতারাতি হৃদয় হরণ করে নেয় বাঙালি তন্বীদের। তারপর সম্পর্ক, বিচ্ছেদ, কেরিয়ারের ওঠাপড়া নিয়ে এগিয়ে যায় তাঁর জীবনের গ্রাফ। সম্প্রতি তাঁর এক ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।

গৌরব

তিনি এই মুহূর্তে সান বাংলার ‘নয়নতারা’ ধারাবাহিকে অভিনয় করছেন। এক মাতৃহারা মেয়ের জীবনের গল্প ‘নয়নতারা’। সেই মেয়েটির বাবার ভূমিকায় রয়েছেন গৌরব। তাঁকে বেশ বয়স্ক রূপে দেখা গেলেও, ধারাবাহিকের বেশিরভাগ অংশই ফ্ল্যাশব্যাকে হয়, তাই এই চরিত্রের জন্য তিনি নির্বাচিত। গৌরবের সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে একাধিক সহ অভিনেত্রীর। কিন্তু পরের পর বিচ্ছেদ হয়ে ওঠে তাঁদের সম্পর্কের পরিণতি! তাই এই সুদর্শন অভিনেতা কার সঙ্গে ‘ডেট’ করছেন, সেদিকে ভালোই ওঁত পেতেছিল দর্শকমহল। অবশেষে সকল রহস্যের সমাধান হল। গৌরব তাঁর সামাজিক মাধ্যমে শেয়ার করলেন একটি ভিডিও।

গৌরব

কি আছে সেই ভিডিও? দেখা যাচ্ছে এটি একটি রিল, যার প্রথমে গৌরব একটি আংটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলেছেন তাঁর গন্তব্যের দিকে! কখনও গাড়িতে, কখনও এয়ারপোর্টে, কখনও বিমান থেকে, কখনও গন্তব্যে পৌঁছে, আর সবশেষে বিদেশিনী বাগদত্তার সঙ্গে মিলিত হওয়া এবং আংটি বদল করা। প্রত্যেকটা মুহূর্তকে অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। অনুগামীরা যেমন প্রথম দিকে রীতিমত হকচকিয়ে গেছেন, সেরকমই শুভেচ্ছায় ভরেছে তাঁর কমেন্ট বক্স। অনেকদিন পর অভিনেতাকে খুশি দেখে, তাঁর ভক্তকূলও হয়ে উঠেছেন আনন্দিত।

গৌরব ও তার বাগদত্তা

Image Credit: All images are credited from Gourav’s Instagram account

Scroll to Top