সম্প্রতি এক যুবকের একটি টুইটার পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে তিনি উল্লেখ করেছেন যে একটি নামি কফিশপে কফি খেতে গিয়ে ৪০০ টাকার কফি অনলাইনে অর্ডার করে ১৯০ টাকাতে খেয়েছেন তিনি। পোস্টটি করা মাত্রই সেটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। পাশাপাশি রাতারাতি ফেমাস হয়ে যান সেই যুবক। এই কাজ তিনি আগেও করেছেন, তবে বর্তমানে তিনি ৫০ শতাংশরও বেশি সাশ্রয় করে ফেলেছেন, যা নজরকাড়া বটেই।
সন্দীপ মহল নামের এক যুবক টুইটারে সমস্ত বিষয়টি বিস্তারিত লিখেছেন। তিনি লিখেছেন যে শহরের একটি নামি কফিশপে তিনি কফি খেতে গিয়েছিলেন। কিন্তু সেখানে অতিরিক্ত দাম দেখে সেখান থেকে সরাসরি কফি কিনে তিনি খাননি, বরঞ্চ অন্য একটি কৌশল অবলম্বন করে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। ওই কফিশপ থেকেই তিনি কফি খেয়েছেন খেয়েছেন, তবে অর্ধেকেরও কম দামে।
কফি শপে গিয়ে তিনি যখন দেখেন যে কফিটির দাম ৪০০ টাকা, তখন তিনি অনলাইনের মাধ্যমে সেটি অর্ডার করেন। অনলাইনে ডিসকাউন্ট ছিল, সেই ডিসকাউন্ট এপ্লাই করে তিনি কফির দামদেখতে পান ১৯০ টাকা। তারপর ১৯০ টাকা পে করে তিনি সেই কফি শপে বসেই কফি খান।
ডেলিভারি সংস্থার কর্মী সেই শপে এসে সেখান থেকে কফি সংগ্রহ করেন এবং কফি শপ এর মধ্যে বসে থাকা যুবকের টেবিলে সেই কফিটি সার্ভ করেন। এভাবে অনেক টাকাই সাশ্রয় করে ফেললেন সেই যুবকটি।
যুবকের টুইটার পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। বর্তমানে বহু খাবার অর্ডার সংস্থা এমন ডিসকাউন্ট দিয়ে থাকে, যেখানে দোকানের থেকেও অনেক কম দামে অনলাইনের মাধ্যমে খাবার কিনতে পাওয়া যায়। এত কম দামে খাবার খাওয়া নিয়ে যখন সমস্ত বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত তোলপাড় চলছে, তখন ওই কফি শপের থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।