Swastika Mukherjee’s News:
বাবা এবং মা, আমাদের জীবনের মূল ভিত। তাঁরা ছাড়া আমরা যেন অস্তিত্বহীন। তাই তো আমরা চাই, আমাদের সব রকম পরিস্থিতিতে যেন তাঁদের উপস্থিতি থাকে। কিন্তু নিয়তি যে বড় নিঠুর। যে তাঁর গ্রাসে পড়ে, তাঁর ভাগ্য পুরোপুরি প্রশস্ত হয় না। তবুও তো জীবনে চলতে হয়! বুঝতে হয়, ‘আছে দুঃখ, আছে মৃত্যু’! জীবন থেমে থাকে না। জীবন সময় নামের স্রোতের শেওলা। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের জীবনেও অঘটনের সংখ্যা নেহাত কম নয়। তবুও তিনি তার মাঝেই খুঁজে পান তাঁর ভালো থাকার রসদ।
দিনকয়েক আগে তাঁর সাম্প্রতিক ছবি ‘কালা’র স্ক্রিনিং হল। এই ছবিটি স্বস্তিকার মুকুটে অন্যতম সাফল্যের পালক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই স্বভাবতই দিনটি ছিল তাঁর জন্য বিশেষ। কিন্তু এত বিশেষের মাঝেও, স্বস্তিকা তাঁর মা এবং বাবার অভাবে প্রভাবিত হয়েছেন। মায়ের সঙ্গ যাতে তিনি এই শুভ দিনে পান, সেই জন্য পরিধান করেছিলেন মায়ের শাড়ি। সেই শাড়িতে যেন তাঁর মায়ের গন্ধ মিশে ছিল।
মায়ের শাড়িতে তাঁকে আলাদা রকম লাবণ্যময়ী লাগছিল। এত আনন্দ আয়োজনে, স্বস্তিকা ভোলেননি তাঁর বাবার উপস্থিতির কথা। শারীরিক ভাবে না হলেও, মানসিক ভাবে তিনি অনুভব করেছেন, তাঁর বাবা রয়েছেন দর্শকাসনেই। অন্যদের মত তিনিও তাঁর আদরের মেয়ে ‘ভেবলি’ কে বড় পর্দায় উপভোগ করছেন।
স্বস্তিকা তাঁর সহ অভিনেতা অভিনেত্রীদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর এই যাত্রাকে সুখকর করে তোলার জন্য। মেয়ে অন্বেষা থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট সকলের উদ্দ্যেশেই তিনি তাঁর অনুরাগ প্রকাশ করেছেন।