রাজ্যের স্বাস্থ্য তথা রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২২ সাল। আবেদন পদ্ধতি হবে অনলাইনে।
পদের নাম যথাক্রমে স্টাফ নার্স (Staff Nurse) এবং কমিউনিটি হেল্থ অ্যাসিস্টেন্ট (Community Health Assistant)। স্টাফ নার্সের ক্ষেত্রে শূন্যপদ চারটি (ST-2, SC-1, OBC A-1) ও কমিউনিটি হেল্থ অ্যাসিস্টেন্ট-এর ক্ষেত্রে আটটি (ST-2, SC-3, OBC A-1, OBC B-1)।
স্টাফ নার্সের (Staff Nurse) পদের জন্য আবেদনকারীর পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল (West Bengal Nursing Council) অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (Indian Nursing Council) অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM Nursing কোর্স করা থাকতে হবে। সর্বোচ্চ বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। প্রতিমাসে বেতন হিসেবে মোট ২৫ হাজার টাকা পাবেন কর্মী।
কমিউনিটি হেল্থ অ্যাসিস্টেন্ট (Community Health Assistant)-এর পদের জন্যও আবেদনকারীর পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল (West Bengal Nursing Council) অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (Indian Nursing Council) অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে GNM Nursing কোর্স করা থাকতে হবে। প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। প্রতিমাসে বেতন হিসেবে কর্মী ১৩ হাজার টাকা পাবেন।
আবেদন পদ্ধতি অনলাইনে (Online)। ইচ্ছুক প্রার্থীদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে রেজিস্ট্রেশন (Registration) করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় বৈধ ই-মেল (E-mail) ও ফোন নম্বর দিতে হবে। তথ্য হিসেবে কী কী প্রয়োজনীয় তা নির্দিষ্ট করে লেখাই থাকবে পেইজে। নিজের সঙ্গে অবশ্যই একটি পরিচয়পত্র তথা আধার (Adhaar Card) বা ভোটার কার্ড (Voter Card) রাখবেন। এবার প্রয়োজনীয় সমস্ত তথ্য স্ক্যান (Scan) করে রেজিস্ট্রেশন (Registration) করার জন্য আপলোড (Upload) করবেন।
রেজিস্ট্রেশন (Registration) করার সময় দেখে নেবেন সবটা ঠিকঠাক ভাবে পূরণ করেছেন কিনা। রেজিস্ট্রেশন ফি (Registration Fee) সম্পর্কে সেভাবে কোনো তথ্য নেই তবে ফি যাই থাকুক, ফি জমা দিতে হবে অনলাইনের মাধ্যমে। তাড়াহুড়ো করবেন না! ধীরে সুস্থে আপনার আবেদনপত্র পূরণ করুন। আবেদনপদ্ধতি ও অন্যান্য বিষয়ে বিশদে জানতে হলে চোখ রাখুন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে। সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে অ্যাপ্লাই করার জন্য নিচে আমাদের দেওয়া লিঙ্কে গিয়েও যোগাযোগ করতে পারেন।