‘মা’, মাত্র একটি শব্দ! অথচ এই শব্দের মধ্যেই রয়েছে এক অসীম শক্তি! মায়েরা কী না পারে! অথচ এই সমাজ তাঁদেরকেই চায় আবদ্ধ করে রাখতে! সংকীর্ণতার যাঁতাকলে পিষে দিতে চায় মা তথা সমগ্র নারীজাতিকে। যে দুর্গা পূজিত হন, সেই দূর্গারুপি নারীরা সমাজেই হন নিগৃহীত! নারীদের এ হেন দুরবস্থা নতুন কিছু নয়! ঠিক এমনই এক চিরাচরিত ছবিকে ধুলিস্যাৎ করতে আসছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তোমাদের রাণী’।
পারিবারিক অসহিষ্ণুতা, একাধিক বিবাহ, বা অন্য কোনও ‘কমন’ বিষয়বস্তু নন। এই ধারাবাহিকের কর্ম কর্তারা বেছেছেন যুগোপযোগী এক বিষয়বস্তু। যেখানে সমাজের অনেক নারীই খুঁজে পাবেন নিজেকে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ধারাবাহিকের প্রোমো।
প্রোমোর শুরুতে দেখা যাচ্ছে, এক সন্তানসম্ভবা নারী, শত বাধা পেরিয়ে উপস্থিত হয়েছে পরীক্ষা কেন্দ্রে। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে সে এই অবস্থাতেও বুড়ো আঙুল দেখিয়েছে সমাজের বাঁকা নজরকে। এমনকী পায়নি কারুর সহায়তাও। একেবারে নিজের তাগিদে, নিজের পায়ের তলার মাটি শক্ত করবার জন্য দৃঢ়় প্রতিজ্ঞ সে।
প্রোমোর শেষে আসে এক রোমাঞ্চকর ‘টুইস্ট’। দেখা যায়, ফলফল প্রকাশ্যে এসেছে সেই পরীক্ষার। সেই যুবতী এখন সদ্য মাতৃত্ব লাভ করা এক নারী! কোলে সদ্যজাত সন্তানকে নিয়েই জানতে পারে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে। কিন্তু…? একজন মা হয়ে কোনটি বেছে নেবেন এই যুবতী?
বলতে বাকি রাখে না এই যুবতীর নামই হল ‘রাণী’। আর ‘রাণী’ মানেই, রাজ্যপাট বহন এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাঁর আছে। এই যুবতীও ঠিক যেন একজন রাণীর মতই প্রস্তুত হয়েছেন আসন্ন যুদ্ধক্ষেত্রে। ঘর বা স্বপ্ন, যেকোনও একটি নয়। বেছে নিয়েছেন দুপক্ষকেই।
ইতিমধ্যে এই ধারাবাহিকের প্রোমো নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে জন মাধ্যমে। খুব শীঘ্রই সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। তবে কোন স্লটে, বা কোন ধারাবাহিকের পরিবর্তে, তা এখনও জানা যায়নি।