অনেক সময় আমরা অনলাইনে থাকি কিন্তু নির্দিষ্ট কোন ব্যক্তির সাথে কথা বলতে চাই না। কিন্তু তারা জেনে যান যে আমরা অনলাইনে আছি এবং তাকে ইগনোর করে যাচ্ছি। ফলে মনোমালিন্য তৈরি হয় এবং পরে আমাদের বিভিন্ন রকম অসুবিধার মধ্যে পড়তে হয়।
অনেকের মধ্যে আবার দিনের বিভিন্ন সময়ে অনলাইনে থাকা নিয়ে ঝামেলা হয়। অনেকেই চান না যে অন্যরা তার হোয়াটসঅ্যাপের অনলাইন স্ট্যাটাস দেখতে পাক। হোয়াটসঅ্যাপ এমনই একটি নতুন ফিচার লঞ্চ করতে চলেছে যার নাম Last Seen Status Hide।
এতে করে আপনি আপনার লাস্ট সিন অফ করে রাখতে পারবেন এবং কবে লাস্ট সিন অফ করে রেখেছেন সেটিও কেউ বুঝতে পারবে না। ফলে আপনি নিশ্চিন্তে, নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যেতে পারেন।
হোয়াটসঅ্যাপের কোন মডিফাইড ভার্সনে নয়, whatsapp এর official application এ আসতে চলেছে এই সুবিধা। এবার থেকে গ্রাহকরা নিজেরাই ঠিক করতে পারবেন কারা তাদের লাস্ট সিন দেখতে পারবেন এবং কারা তাদের লাস্ট সিন দেখতে পারবেন না।
কিভাবে হাইড করবেন আপনার লাস্ট সিন?
প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে।
এরপর ডান দিকের থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে।
এরপর প্রথমে আপনাকে সেটিং অপশনে যেতে হবে।
সেটিং অপশন থেকে আপনাকে অ্যাকাউন্টে ক্লিক করতে হবে।
নিচের দিকে প্রাইভেসি অপশন আছে, সেটিতে ক্লিক করতে হবে।
এখানে আপনি লাস্ট সিন অপশনটি দেখতে পারবেন।
তারপর প্রাইভেসি অপশনটি ক্লিক করুন।
এখানে আপনি Last Seen অপশনটি দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে আপনি মোট তিনটি অপশন দেখতে পারবেন। Everyone, my contact, my contact execpt.
তিন নাম্বার অপশনটিতে ক্লিক করে আপনি যার থেকে লাস্ট সিন হাইড করতে চান , তার নম্বরটি সিলেক্ট করতে হবে। আপনি এখানে একাধিক ব্যক্তিদের নম্বরও সিলেক্ট করতে পারেন।
এরপর রাইট প্রেস করলেই আপনার কাজ শেষ।