Summer Holidays in West Bengal: বাড়লো গরমের ছুটি স্কুলগুলিতে। কবে খুলবে স্কুল? জানালেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের সমস্ত স্কুলে এখন চলছে গরমের ছুটি। আগামী ৫ই জুন স্কুল খোলার কথা ছিলো কিন্তু গরম আবার বাড়ায় ছুটির মেয়াদ বাড়ালো রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রী জানান, স্কুলে গরমের ছুটি আরও ১০ দিন বাড়ানো হচ্ছে। অর্থাৎ আগামী ১৪ই জুন পর্যন্ত রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি চলবে।

সুতরাং এরপর ১৫ই জুন খুলছে রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুল। রাজ্য জুড়ে চলছে ফের তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ বলা যেতেই পারে যে বর্ষা ঢোকার আগে গরম চলবে এরকমই। তাই পড়ুয়াদের কথা ভেবেই গরমের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

গরমের ছুটির পর কবে স্কুল খুলছে সেবিষয়ে গত মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয় শিক্ষা দফতরের তরফে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৫ই জুন খুলছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল। এরপর ৭ই জুন খুলছে প্রাথমিক স্কুল।

ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্যশিক্ষা পর্ষদের কাছে চিঠি পাঠিয়ে এবিষয়ে জানিয়েছে শিক্ষা দফতর। কিন্তু রাজ্যের গরমের পরিস্থিতি দিনের পর দিন বেড়েই চলেছে। ফলে আপাতত আরও দশ দিন গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রাথমিকভাবে এবছর ২৪শে মে থেকে সরকারি স্কুলগুলিতে ছুটি পড়ার কথা ছিল। কিন্তু এপ্রিল মাসের শেষের দিক থেকে রাজ্যে গরমের দাবদাহ এতটাই বেড়়ে যাওয়ার জন্য অনেক আগেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

সেইমতো স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করে জানায়, ২রা মে থেকে সমস্ত স্কুলে গরমের ছুটি দেওয়া হবে। কিন্তু সেই বিজ্ঞপ্তিতে স্কুল খোলার ব্যাপারে কোনও নির্দিষ্ট উল্লেখ ছিল না। ফলে গরমের ছুটি কাটিয়ে কবে স্কুল খুলছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

গরমের ছুটির পর স্কুল খোলার ব্যাপারে শিক্ষা দফতরকে চিঠি দেয় মধ্যশিক্ষা পর্ষদ। খোলার বিষয়ে জানতে চেয়ে বলেও সূত্রের খবর। এরপরই গতকাল স্কুল খোলার বিষয়ে জানায় শিক্ষা দফতর। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে বাড়তে পারে আরও গরমের দাপট। ফলে একদিনের মধ্যেই স্কুল খোলার তারিখ বদল করল রাজ্য সরকার। আপাতত ১৫ই জুনই পড়ুয়ারা গরমের ছুটি কাটিয়ে স্কুলের পথে রওনা দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *