TET Scam! নিজের রোল নম্বর ভুল লিখেও দিব্যি চাকরি করছিলেন শিক্ষিকার পদে। অবশেষে প্রকাশ্যে এলো সেই ঘটনা।

ভুল রোল নম্বর লিখে জমা দিয়েও চাকরি পেয়ে গিয়েছেন এক তরুণী। এসএসসি (SSC) পরীক্ষায় নিয়োগের দুর্নীতি অবশেষে সকলের সামনে এলো। গত মঙ্গলবার আদালতে মোট ৪০ জনের প্রকাশ করা হয় আর তাতেই ফাঁকা ওএমআর শিট (Omr Sheet) জমা দিয়েও পরীক্ষায় উত্তীর্ণ হবার ঘটনা সামনে আসে। শুধু কি ফাঁকা ওএমআর; বরং নিজের সঠিক রোল নম্বরটিও লেখেননি তিনি। ওই ৪০ জন ভুয়ো শিক্ষক-শিক্ষিকা এবং তার মধ্যে নিজের রোল নম্বরটিও ভুল লিখে চাকরি পেয়ে যাওয়াতে রীতিমতো ভাইরাল তিনি। তরুণীর নাম প্রাপ্তি চৌধুরী (Prapti Chowdhury)। শুধু তাঁর ফাঁকা ওএমআর শিটটিই নয় বরং তাঁর ফেসবুকে করা ২০১৯ সালের ৫ই মে একটি পোষ্টের জন্যই রীতিমতো ভাইরাল তিনি।
কী ছিল তাঁর সেই ভাইরাল পোষ্ট (Viral Post)? সেই পোষ্টে লেখা ছিল কিছু উপদেশ এবং তাতে ক্যাপশন (Caption) হিসেবে তিনি লিখেছিলেন,”আমার মনে হয় এই কথাগুলি মেনে চললে আমরা নিজেও সুখী হবো এবং অন্যকেও সুখী করতে পারবো।” আবার অন্য একটি পোষ্টের ক্যাপশনে লিখেছেন যে,”জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়।” অথচ তাঁরই ওএমআর শিট নাকি ফাঁকা ও ভুলে ভরা!


হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এর আগেও ১৮৩ জনের নাম প্রকাশ করা হয়। নামের সাথে সাথেই তাঁদের ওএমআর শিট (Omr Sheet), রোল নম্বর (Roll Number) ও মার্কশিটও (Marksheet) জমা দেওয়া হয়। সেইসব তথ্য খুঁটিয়ে দেখতেই এই ঘটনা সামনে আসে। যেকোনো বোর্ডেরই নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী নিজের রোল নম্বর ভুল লিখলে তাঁর উত্তরপত্র বাতিল (Cancel) হয়ে যায় কিন্তু এইক্ষেত্রে তা হয়নি বরং বর্তমানে তিনি নবম ও দশম শ্রেণীর শিক্ষিকা হিসেবে কর্মরত।


সিবিআই (CBI)-এর তরফ থেকে জানানো হয়েছে যে, ২০১৬ সালের স্টেট লেভেলের টেটে চাকরি পেয়েছিলেন এই ৪০জন যার মধ্যে বেশিরভাগেরই ওএমআর শিটে মাত্র কয়েকটি উত্তর আছে এবং প্রাপ্তনম্বর ৫০এর বেশি। কেউ পেয়েছেন ৫৩ তো কেউ পেয়েছেন ৫১ বা ৫২! যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। বিচারপতি যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তার আগেই সিবিআই (CBI) সমস্ত তথ্য হাজির করে আদালতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *