এই মুহূর্তে বাঙালি দর্শক অপেক্ষারত দুর্গের দরজা উন্মোচনের আশায়! তর যে আর সইছে না! কোন রহস্য বা গুপ্তধনের ধাঁধা যে হাতছানি দিচ্ছে, তা বোঝা দায়! কিন্তু এখনও বুঝতে পারছেন না কোন দুর্গর কথা হচ্ছে? তাহলে খোলসা করেই বলা যাক! সৃজিত মুখার্জী (Srijit Mukherji) পরিচালিত, অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) অভিনীত ওয়েব সিরিজ ‘দুর্গ রহস্য’ (Durgo Rawhoshyo) খুব শীঘ্রই কড়া নাড়তে চলেছে বাঙালির মুঠোফোনে! মাস কয়েক আগেই মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজটির টিজার। নির্মাতারা জানিয়েছেন, অপেক্ষার অবসান হতে আর বেশিদিন বাকি নেই!
টলি দুনিয়ায় এখন সত্যান্বেষণের স্রোতে ভাসছেন বাঙালি গোয়েন্দা গল্প-প্রেমীরা। নতুন নতুন রূপে কখনও সপরিবারে দেখা দিচ্ছেন নতুন ব্যোমকেশ, কখনও বা গুপ্তধনের সন্ধানে মগজাস্ত্রে শান দিচ্ছেন নতুন ফেলুদা! কিছু মাস আগেই পরিচালক বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta) পরিচালিত ছবি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ (Byomkesh O Durgo Rahasya) বড় পর্দায় মুক্তি পায়। ব্যোমকেশ হিসেবে প্রথমবার পর্দায় ধরা দেন অভিনেতা দেব অধিকারী (Dev Adhikari)। সত্যবতী এবং অজিতেও আসে বদল। রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবং অম্বরীশ ভট্টাচার্যকে (Ambarish Bhattacharya) দেখা যায় এই চরিত্র দুটিতে।
এই নতুন ব্যোমকেশের আবির্ভাবের সন্ধিক্ষণেই পরিচালক সৃজিত মুখার্জী তাঁর ওয়েব সিরিজ সম্পর্কে অবগত করেন ব্যোমকেশ-ভক্তদের। তাঁর সিরিজে ‘সত্যান্বেষী’ হিসেবে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। বলা বাহুল্য, দর্শক ব্যোমকেশ হিসেবে তাঁকেই রাখেন পছন্দের তালিকায়। তাই এই খবর প্রকাশ পাওয়ার সঙ্গেই উন্মাদনা বেড়ে যায় ব্যোমকেশ-প্রেমীদের। সত্যবতীর ভূমিকায় বরাবরের মত সোহিনী সরকার (Sohini Sarkar) থাকলেও, ব্যোমকেশ সহচর অজিতে এসেছে নতুনত্ব! টেলি পর্দার অতি পরিচিত মুখ, রাহুল অরুণোদয় ব্যানার্জী (Rahul Arunoday Banerjee) হয়েছেন অজিত! এই নতুন ‘ত্রয়ী’ কে নিয়েই, ওটিটি প্ল্যাটফর্ম হইচই টিভিতে দুর্গের দরজা শীঘ্রই খুলতে চলেছে বলে জানা গেছে।