পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সরকার দিচ্ছে টাকা!


প্রতিবছরের ন্যায় এবারেও সরকার পিছিয়ে পরা মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য টাকা দিচ্ছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উদ্যোগে এই ব্যবস্থা। ওঁনার উদ্দেশ্য সবার মধ্যে শিক্ষার আলো ফুটিয়ে তোলা। পিছিয়ে পরা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার (Higher Education) স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তিনি শুরু করেছেন ‘স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিন্স স্কলারশিপ স্কিম'(Swami Vivekananda Merit-cum-Mens Scholarship Scheme)। গত ৩রা নভেম্বর শ্রী ব্রাত্য বসু (Bratya Basu) বিকেল তিনটের সময় এই স্কলারশিপের (Scholarship) অনলাইন পোর্টাল উন্মোচন করেন। এই স্কলারশিপ (Scholarship) কারা কারা পাবে? কীই বা যোগ্যতা থাকা দরকার সেসবই আজ জানাবো আমরা।


এই স্কলারশিপ (Scholarship) পেতে গেলে পারিবারিক বাৎসরিক আয় হতে হবে ২.৫ লাখ বা তার কম। শিক্ষার্থীদের অবশ্যই উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এই নম্বরের ব্যাপারটি জেনারেলসহ সমস্ত ক্যাট্যাগরির জন্য এক। যারা প্রথমবারের জন্য আবেদন করবে তারা প্রথমে ১২ হাজার টাকা পাবে ও পরবর্তীকালে এই স্কলারশিপের (Scholarship) জন্য পুনরায় রিনিউয়াল (Renewal) করতে হয়। এই স্কলারশিপ ইউজি(UG), পিজি(PG), ডি.এল.এড(D.El.Ed), নার্সিং(Nursing), পলিটেকনিক(Polytechnic), বিবিএ(BBA), এমবিএ(MBA), ইঞ্জিনিয়ারিং(Engineering) ইত্যাদি পড়ুয়ারা সকলেই আবেদন করতে পারবেন। এছাড়া যারা কলেজপড়ুয়া, তাঁরাও এই সুযোগ পাবেন। এমনকি সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য আলাদা পোর্টালও আছে।


আবেদন করতে লাগবে মাধ্যমিক (Madhyamik) ও উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার মার্কশিট, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের দেওয়া শেষ পরীক্ষার মার্কশিট ও ভর্তির রসিদ, পারিবারিক আয়ের শংসাপত্র যা জয়েন্ট বিডিও(গ্রামীণ এলাকায়)/এক্সিকিউটিভ অফিসার(মিউনিসিপ্যালিটি)/ডেপুটি কমিশনার(কর্পোরেশন)/গেজেটেড অফিসার দ্বারা প্রদত্ত(কন্যাশ্রী আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়) হতে হবে। এছাড়াও লাগবে পরিচয় ও বাসস্থানের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড(Adhaar Card)/ভোটার কার্ড(Voter Card)/রেশন কার্ড(Ration Card)। আবেদনকারীর ব্যাঙ্ক একাউন্ট নম্বর ও ব্যাঙ্কের পাসবই(Passbook)-এর প্রথম পাতার কপিও অবশ্যই লাগবে।
আবেদন করতে হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট(Official Website) https://banglaruchchasikkha.wb.gov.in -এ এবং ওয়েবসাইটে গিয়ে SVMCM ট্যাবে ক্লিক করুন। অথবা যোগাযোগ করতে পারেন হেল্পলাইন নম্বর(Helpline No.) ১৮০০-১০২-৮০১৪ -এ। আবেদন করার শেষদিন সম্পর্কে এখনো ঠিক করে কিছু জানা যায়নি। বিশদে জানতে ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) গিয়ে তথ্য সংগ্রহ করতে পারেন।

Swami Vivekananda Merit-cum-Mens Scholarship Scheme Apply করার জন্য নিচের এই লিংকটি অনুসরণ করতে পারেন https://banglaruchchasikkha.wb.gov.in

Scroll to Top