লঞ্চ হলো Xiaomi 12T Series এর দুর্দান্ত একটি 5G স্মার্টফোন।

স্মার্টফোনের (Smartphone) দুনিয়ায় খুব পরিচিত একটি ব্র্যান্ড শাওমি ((Xiaomi)। এই সংস্থার বিভিন্ন মডেলের ফোন বাজারে রয়েছে। ভারতীয় বাজারেও যার চাহিদা বেশি ভালো। এই সংস্থা মাঝে মধ্যেই নতুন মডেলের ফোন নিয়ে হাজির হয়। এবার আরো এক নতুন মডেল নিয়ে হাজির হলো শামিও । এটি সামিওর ১২টি সিরিজের মডেল (Xiaomi 12T Series Model)। এই সিরিজে দুটি মডেলের ফোন লঞ্চ (Launch) কোর্স হয়েছে। ফোন দুটির নাম সামিও ১২টি (Xiaomi 12T) এবং সামিও ১২টি প্রো (Xiaomi 12T Pro)। দুটি মডেলই দুর্দান্ত ফিচার ও আকর্ষণীয় লুকের সঙ্গে আসছে। এর মধ্যে সামিও ১২টি ফোনটির স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে আপনাদের জানাবো। চলুন বিস্তারিত জেনে নিন।

Xiaomi 12T Pro

Xiaomi 12T Pro-এর স্পেসিফিকেশন

১) সামিও ১২টি প্রো স্মার্টফোনে একটি ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি + পাঞ্চ-হোল ডিসপ্লে লাগানো হয়েছে।
এর স্ক্রিনটি AMOLED প্যানেলে দ্বারা তৈরি। যা ১২০Hz রিফ্রেশরেট এবং ৪৮০Hz টাচ স্যাম্পলিং রেটে কাজ করবে। অন্যদিকে স্ক্রিনকে প্রোটেকশন দেওয়ার জন্য কর্নিং গরিলা গ্লাস ভিকটাস লাগানো হয়েছে।

২) এই স্মার্টফোনটির ক্যামেরা (Camera) বেশ শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে। ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ব্যাক প্যানেলে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা লাগানো হয়েছে। যা OIS ফিচার সাপোর্টেড। অন্যদিকে ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স লাগানো থাকবে। সেলফি ও ভিডিও কোলের জন্য ফোনটিতে ২০ মেগাপিক্সেল সেলফি সেন্সর মিলবে।

৩) এরসাথে এই মডেলটি Android 12 এ লঞ্চ করা হয়েছে যা MIUI 13 এর সাথে কাজ করবে। এতে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট লাগানো হয়েছে। গ্রাফিক্সের জন্য লাগানো হয়েছে Adreno GPU। এই ফোনটি ১২GB RAM ও ২৫৬GB ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। এগুলি LPDDR5 RAM এবং UFS 3.1 স্টোরেজ টেকনোলজিতে কাজ করবে।

৪) এছাড়া এতে ব্যাটারিও খুব শক্তিশালী লাগানো হয়েছে। ব্যাটারি ক্যাপাসিটির (Battery Capacity) কথা বললে, এতে মিলবে ৫,০০০ mAh ব্যাটারি। যা ১২০W ফাস্ট চার্জিং সাপোর্টেড। এই টেকনোলজি ব্যাবহার করে ফোনটি কয়েক মিনিটেই ১০০% চার্জ হয়ে যাবে। এর চার্জার USB টাইপ।

Xiaomi 12T Pro-এর দাম

এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে থাকবে ৮GB RAM এবং অন্য মডেলটি ১২GB RAM সহ আসবে। ভারতীয় মূল্যে ফোনটির দাম ৬০,৫০০ টাকা। ফোনটি তিনটি কালারে পেশ করা হয়েছে, যথা কালো, নীল এবং সাদা। তবে এখন এটি ভারতে লঞ্চ হচ্ছে না। কবে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে? সে নিয়ে অফিসিয়াল ভাবে কিচ্ছু জানানো হয়নি।

Scroll to Top