বন্ধ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারানো মোবাইল, Find My Device- এ Google-র নয়া চমৎকার!

বর্তমানে অধিকাংশ মানুষের হাতেই রয়েছে স্মার্টফোন। কল, মেসেজিং থেকে শুরু করে ব্যাংকিং, স্টোরেজ ইত্যাদি অনেক কাজে ব্যবহার করা হয় মোবাইল। মোবাইলে থাকে আমাদের অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট, প্রয়োজনীয় ছবি এবং অনেক স্মৃতি।

অসাবধানতাবশত বা ছিনতাইবাজদের কারণে মাঝেমধ্যেই আমাদের অনেকেরই মোবাইল হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা গ্রাস করে আমাদের। কারণ মোবাইলের মধ্যে অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে, যেগুলি হারিয়ে গেলে আমাদের ভবিষ্যতে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

হারিয়ে যাওয়া মোবাইল খুজে পাওয়ার জন্য গুগলের কাছে রয়েছে একটি ফিচার, যেটির নাম হল Find My Device ফিচার।

2022 সালে এই ফিচারটি লঞ্চ করে গুগল। এই ফিচার এর মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল খুজে পাওয়া সম্ভব হয়। সম্প্রতি গুগলের তরফ থেকে ফাইন্ড মাই ডিভাইসে একটি নতুন আপডেট আনা হয়েছে, যার ফলে হারিয়ে যাওয়া মোবাইল খুজে পেতে আরো সুবিধা হবে ব্যবহারকারীদের।

google অনেকটা আপেলের ধাঁচের এই পরিবর্তণ এনেছে। বর্তমানে ফাইন্ড মাই ডিভাইসে যে ফিচারটি রয়েছে তাতে কারো যদি মোবাইল সুইচ অফ থাকে তাহলে মোবাইলটি খুঁজে পাওয়া সম্ভব হবে না। তবে যদি মোবাইলটিতে ডাটা বা ওয়াইফাই কানেক্ট থাকে তাহলেই সেটি খুঁজে পাওয়া সম্ভব। তবে নতুন এই ফিচারটি তে মোবাইল সুইচ অফ থাকলেও খুঁজে পাওয়া যাবে হারিয়ে যাওয়া মোবাইল।

নতুন ফিচারটির নাম পিক্সেল পাওয়ার অফ ফাইন্ডার, এর জন্য গুগল একটি নিজস্ব ট্যাগ তৈরি করেছে এই ট্যাগ কোড নেম হলো grogu। অ্যাপেল সংস্থারও রয়েছে এমন একটি ফিচার্জ এটির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল সুইচ অফ থাকলেও খুঁজে পাওয়া সম্ভব হয় এই জন্য অ্যাপেল মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে বেশিরভাগ গ্রাহক সেটি খুঁজে পেয়ে যান। চোর ছিনতাই বাজরাও সহজে এই মোবাইলগুলি চুরি করতে চায়না।

hardware.google.bluetooth.power_off_finder নামে একটি সোর্স কোড যুক্ত হতে চলেছে। এখানে ডিভাইসের ব্লুটুথ চিপে প্রিকম্পিউটেড ফিঙ্গার নেটওয়ার্ক কি গুলি পাঠানো হবে। এমন অবস্থায় যদি মোবাইল বন্ধও থাকে তাও গুগল এর কাছে সেটির ডকুমেন্ট থাকবে এবং মোবাইল খুজে পাওয়া সহজ হবে।

Scroll to Top