ভারতীয় বাজারে এলো নতুন Nokia T10 ট্যাবলেট। জেনে নিন দাম ও ফিচার্স।

জনিপ্রিয় মোবাইল সংস্থাগুলির মধ্যে একটি হলো নোকিয়া (Nokia)। একসময় এই সংস্থা ভারতে জমিয়ে ব্যাবসা করেছে। তবে আজকাল প্রতিযোগিতা অনেক বেড়েছে। অনেক নিত্য নতুন মোবাইল ব্র্যান্ড বাজারে এসেছে। যাদের সঙ্গে পাল্লা দিয়ে নোকিয়া নতুন নতুন মডেলের ফোন লঞ্চ করছে। পাশাপাশি এই সংস্থা দুর্দান্ত মডেলের একটি ট্যাবলেট লঞ্চ (New Tablet Launch) করেছে। নোকিয়ার নতুন ট্যাবলেটটির নাম নোকিয়া টি১০ (Nokia T10)। লঞ্চ হতেই ট্যাবের দাম ও ফিচার্স সামনে এসেছে। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে বিস্তারিত তথ্য দেব। চলুন প্রতিবেদন থেকে ট্যাবের ফিচার্স ও দাম সম্পর্কে জেনে নিন।

ভারতীয় বাজারে নতুন Nokia T10 ট্যাবলেটটির দাম কত জেনে নিন?

Nokia Power User-এর দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ভারতীয় বাজারে নোকিয়া T10 ট্যাবের দাম ১১,৭৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। দুটি ভেরিয়েন্টে (Variant) ট্যাবটি পাওয়া যাবে। যার মধ্যে ৩GB Ram/৩২GB Rom ভেরিয়েন্টের দাম ১১,৭৯৯ টাকা। অন্যদিকে ৪GB Ram/64GB Rom এর দাম ১২,৭৯৯ টাকা। ২০২২ সালের জুলাই মাসে নোকিয়ার এই ট্যাব বাজারে আনার কথা প্রথম বলেছিলেন এইচএমডি গ্লোবাল (HMD Global)। অনলাইন সাইট অ্যামাজনে ফোনটি পাওয়া যাবে। বর্তমানে ফোনটি কেনার ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে।

Nokia T10 এর স্পেসিফিকেশন গুলি কি কি?

১) নতুন নোকিয়া টি১০ ট্যাবটি ৮০০ x ১২৮০ পিক্সেল রেজলিউশন (Pixel Resolution) বিশিষ্ট, যা ৮ ইঞ্চির বড় ডিসপ্লের সঙ্গে আসবে।

২) এই ট্যাবলেটটির বডি, পলিকার্বনেট (Polycarbonate) দিয়ে তৈরি করা। অর্থাৎ এটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস (Water Resistant Device) হতে চলেছে। যার অর্থ জল এই ট্যাবলেটের কোনো ক্ষতি করতে পারবে না।

৩) এই ট্যাবলেটটিতে Android 12 ব্যাবহৃত হয়েছে। যা আগামী দুই বছরে আপডেটের মাধমে বাড়ানো যাবে। অর্থাৎ এই মডেলটি Android 14 পর্যন্ত আপডেট হবে।

৪) অন্যদিকে এই ট্যাবটি ডুয়াল ব্যান্ড ওয়াই ফাই এবং ব্লুটুথ ভি ৫.০ সার্পোটেড। এছাড়াও পাবেন জিপিএস এবং এফএম- এর পরিষেবা।

৪) ট্যাবলেটটিতে লাগানো রয়েছে ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল রেয়ার ক্যামেরা এবং সেলফি ও ভিডিও কলের জন্য ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

৫) যদি ব্যাটারি ক্যাপাসিটির (Battery Capacity) কথা বলি, তবে এটি ৫১০০ এমএএইচ ব্যাটারি যুক্তি এবং ১০ ওয়াট ফাস্ট চার্জিং (Fast Charging) সাপোর্টেড।

Scroll to Top