বর্তমান সময়ে স্মার্টফোনের (Smartphone) একটি উল্লেখযোগ্য নির্মাণকারী সংস্থা হলো সাওমী (Xiaomi)। সারা বিশ্বের এই সংস্থার স্মার্টফোন ছড়িয়ে রয়েছে। এই সংস্থা বিভিন্ন মডেলটি স্মার্টফোন বাজারে নিয়ে আসে। সম্প্রতি আরেকটি নতুন সিরিজের স্মার্টফোন বাজারে আনতে চলেছে সাইওমী। নতুন সিরিজের নাম সাইওমী ১৩, যেটি আগামী মাসে লঞ্চ হবে বলে জানা যাচ্ছে। তবে ভারতে নয়, ফোনটি মুক্তি পাবে চিনে। আজ এ নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের দেব। চলুন প্রতিবেদন থেকে সাওমী ১৩ সিরিজের (Xiaomi 13 Series) নতুন ফোন (New Smartphone) সম্পর্কে জেনে নিন।
সাওমী ১৩ সিরিজের নতুন ফোন আসছে, ফাঁস হলো তথ্য
সাওমী ১৩ আসছে বলে জানা গেলো, তা কবে লঞ্চ হবে বা ফোনের ফিচার (Feature) কি? তা নিয়ে অফিসিয়াল ভাবে কোনো তথ্য দেয়নি সংস্থা। জানা যাচ্ছে, সামিও ১৩ সিরিজে দুটি ফোন থাকবে, যথা সাওমী ১৩ (Xiaomi 13) এবং সাওমী ১৩ প্রো (Xiaomi 13 Pro)। সম্প্রতি সাওমী ১৩ প্রো এর একটি ছবি মিডিয়ার কাছে প্রকাশ পেয়েছে। যা থেকে এর স্পেসিফিসেশন সম্পর্কে ধারণা করা হচ্ছে। ফাঁস হওয়া তথ্য থেকে যাচ্ছ যাচ্ছে, সামিও অন্যান মডেলগুলির থেকে এই মডেলটিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
XIAOMI 13 PRO: স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য
১) সাওমী ১৩ প্রো ফোনটিতে এলইডি (LED) ফ্লাশ সহ একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ লাগানো হয়েছে। ক্যামেরার মডিউলটি নতুন ভাবে ডিজাইন করা হয়েছে, যা বর্গাকার আকৃতি ও বাঁকা কোন সহ আসবে। অন্যদিকে এতে লাগানো হয়েছে ১২S আল্ট্রার ১-ইঞ্চি Sony IMX৯৮৯ সেন্সর। তবে সেকেন্ডারি এবং টারশিয়ারি ক্যামেরা সম্পর্কে কোনো তথ্যই সামনে আসেনি।
২) সাওমী ১৩ প্রো-এর যে ছবিটি ফাঁস হয়েছে, সেখানে ফোনটির কালার সিলভার। অন্যদিকে দেখা যাচ্ছে পিছনের প্যানেলটি ফ্রেমের মধ্যে বাঁকানো হয়েছে এবং রয়েছে হোল-পাঞ্চ কাটআউট। এ থেকে মনে করা হচ্ছে, সম্ভবত ফোনটিতে ২K রেজোলিউশন সহ একটি ৬.৭-ইঞ্চি AMOLED ডিসপ্লে লাগানো হয়েছে। এছাড়া পাওয়ার ও ভলিউম বোতাম ডান পাশে থাকবে বলে মনে করা হচ্ছে।
৩) এছাড়া জানা যাচ্ছে, ফোনটি ৩GB RAM ও ১২GB RAM ভেরিয়েন্টে আসবে। যেখানে ৩.০GHz প্রসেসর ব্যাবহৃত হবে। অন্যদিকে ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ এবং MIUI ১৪ এ চলবে। ব্যাটারি ক্যাপাসিটি খুব ভালো। যেখানে ১২০W দ্রুত চার্জিং সাপোর্ট পাবেন।