‘পরের ছবি হবে ইন্দুবালা বাসনালয়’, শুভশ্রী গাঙ্গুলির পোস্ট করা ছবিতে বিদ্রুপ নেট নাগরিকদের

আজ থেকে প্রায় বছর ষোলো সতেরো আগের কথা! ২০০৭ সালে ‘পিতৃভূমি’ (Pitribhumi) ছবির মাধ্যমে রুপোলি পর্দায় পা রাখেন জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি (Subhashree Ganguly)। অভিনেতা জিতের বোনের চরিত্রে অভিনয় করেন তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, পরবর্তী ছবিগুলিতে কেন্দ্রবিন্দুতে থাকতে বেশি সময় লাগেনি। এমনকি শুভশ্রী, অনুভব মহান্তির বিপরীতে ‘মাতে তা লাভ হেলারে’ নামে ওড়িয়া চলচ্চিত্রেও অভিনয় করেন কেরিয়ারের শুরুতে। তারপর একে একে ‘চ্যালেঞ্জ’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘বস’, ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এর মত টিপিক্যাল মূল ধারার বাণিজ্যিক ছবিতে নিজের অভিনয় যোগ্যতা প্রমাণ করেন নায়িকা। কিন্তু সময়ের স্রোতের সঙ্গে বদলেছে দর্শকের রুচিও। তাঁরা চান ভিন্ন ধাঁচের ছবি। তাই নায়িকাও ছবি নির্বাচনের দিক দিয়ে এখন বেশ যত্নশীল হয়েছেন। বাণিজ্যিক ছবির পরিবর্তে, এখন বেছে নেন সমাজে ছাপ ফেলবে এমন বিষয়বস্তুর ওপর নির্মিত ছবি। ‘পরিণীতা, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’, ‘বিসমিল্লাহ’ এর মত ভাব-গম্ভীর বিষয়ের ছবিই থাকে এখন শুভশ্রীর তালিকায়। লেখক কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে শুভশ্রীর আসন্ন ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhaater Hotel)। বেশ কিছুদিন আগে সামাজিক মাধ্যমে রাজ- ঘরনী কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। কিন্তু তাঁর আসন্ন সিরিজের নামকে বিকৃত করেই কিছু সংখ্যক নেট নাগরিক শুরু করেন বিদ্রূপাত্মক মন্তব্য।

Subhashree Ganguly

অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সামাজিক মাধ্যমে (Social Media) বেশ সক্রিয়। তাই প্রায়শই দেখা যাচ্ছে আসন্ন ওয়েব সিরিজ নিয়ে তিনি নানান ভঙ্গিতে প্রচার কৌশল অবলম্বন করে চলেছেন। দু তিনদিন আগে তিনি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন। ছবিগুলিতে দেখা যায় তাঁর ব্যকগ্রাউন্ড জুড়ে রয়েছে অজস্র তৈজসপত্র। কিন্তু ছবি পোস্ট করতেই, ভালো মন্তব্যের বদলে ছুটে আসে কটাক্ষের তীর। এমনকী মুহূর্তের মধ্যে হাসির খোরাক হিসেবে ভাইরাল হতে থাকে ছবিগুলি। নেট নাগরিকরা মন্তব্য করে বসেন ‘ইন্দুবালা বাসনালয়’। কেউ কেউ চা ছাঁকার ছাকনি থেকে শুরু করে, গামলা ডেছকির মত বিভিন্ন বাসন পত্রের মূল্য পর্যন্ত জানতে চান কমেন্ট বক্সে।

Subhashree Ganguly

কিন্তু অভিনেতত্রীর দিক থেকে এই নিয়ে স্বাভাবিকভাবেই কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি এই ক্ষুদ্র, সংকীর্ণ-মনস্ক নেটিজেনদের নিয়ে ভাবিত হয়ে মোটেই তাঁর মূল্যবান সময় অপচয় করতে চান না। বরং সকল ধরনের নিন্দা, বিদ্রুপকে বুড়ো আঙুল দেখিয়ে, খোশ মেজাজে সামাজিক মাধ্যমে উত্তাপ ছড়িয়ে যাচ্ছেন। সাদা রঙের ওপর অভিনেত্রীর ‘অবসেশন’ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে। কখনও সাদা রঙের শাড়িতে, কখনও বা চুড়িদারে, শুভশ্রীর মোহময়ী আবেশে মুগ্ধ হয়েছেন অনুগামীরা। আগামী ৮ মার্চ হইচই অরিজিনালসে (Hoichoi Originals) মুক্তি পাবে, দেশভাগের পরবর্তী পটভূমি নিয়ে নির্মিত, দেবালয় ভট্টাচার্যের (Debaloy Bhattyacharya) পরিচালনায়, শুভশ্রী গাঙ্গুলি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’।

Subhashree Ganguly

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *