নম্বর বিভ্রাট টেটে। কেউ পেয়েছেন প্রাপ্ত নম্বরের থেকে বেশি তো কেউ পেয়েছেন ফুলমার্কস!

পরীক্ষার পূর্ণমান ১০। কেউ সেখানে পেয়েছেন দশে দশ আবার কেউ পেয়েছেন তার থেকে বেশি! এই অসম্ভব ব্যাপারটাই ঘটেছে ২০১৪ এর টেটের চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে যা এক কথায় অসম্ভব ব্যাপার।


বহু বিতর্কের পরে ২০১৪ সালের চাকরিপ্রার্থীদের নম্বর ভাগাভাগি হয়েছে এবং তাতেও বেঁধেছে বিতর্ক! সেই বিষয়ে পর্ষদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানায় যে নম্বর ভাগাভাগিতে কিছু ‘ভুল’ রয়েছে। আগামী ১১ই ডিসেম্বরের টেটে তা শুধরে নেওয়া হবে।
তবু বিতর্ক পিছু ছাড়ছে না। গত মঙ্গলবার দেখা যায় যে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, টেট ও প্রাথমিক প্রশিক্ষণের নম্বর মিলে যা দাঁড়ায়; একজন প্রার্থী পেয়েছেন তার থেকেও বেশি! এককথায় যা অবিশ্বাস্য! এটা যে কোনোভাবেই সম্ভব না তা মেনে নিচ্ছে পর্ষদও।


কিন্তু কেন এই নম্বর বিভ্রাট? প্রাথমিক শিক্ষাপর্ষদের উপসচিব (Deputy Secretary) পার্থ কর্মকারও (Partha Karmakar) এই ভুল স্বীকার করে জানান যে বিষয়টি তাঁদের নজরে এসেছে ও কেন এই ভুল হলো তা খতিয়ে দেখা হচ্ছে।
ভুলটা ২০১৪ সালের টেট নিয়েই বারবার হচ্ছে কেনো সেটাও ভাবনার বিষয়। এমনিতেই পর্ষদের ওপরে অনেক আইনি জটিলতা ঘুরপাক খাচ্ছে দুর্নীতি নিয়ে তার ওপর এভাবে বারবার ভুল সত্যি চিন্তার বিষয় পর্ষদের জন্য।

Scroll to Top