TET এর অফিসিয়াল Answer Key বেরোবে কবে? কী আপডেট এই মুহূর্তে?

সব জল্পনার অবসান ঘটিয়ে গত রবিবার অর্থাৎ, ১১ই ডিসেম্বর টেট পরীক্ষা (TET Examination) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বললাম কারণ এই পরীক্ষা নিয়ে অনুষ্ঠানের মতোই সাজ সাজ রব ছিলো। সারা রাজ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো টেট পরীক্ষা হলো। পরীক্ষা তো হলো, এবার সঠিক উত্তর জানার জন্য আনসার কি কবে বেরোবে যাতে পরীক্ষার নম্বর পরীক্ষার্থী নিজেই বুঝতে পারবেন এই নিয়ে চলছিলো জল্পনা। সেই জল্পনারও অবসান ঘটলো কারণ পর্ষদ থেকে জানানো হয়েছে যে আর মাত্র দু-চারদিনের মাথায় আনসার কি প্রকাশ করতে চলেছে পর্ষদ। এছাড়াও টেটের ফলাফল খুব সম্ভবত চলতি মাসের শেষের দিকেই প্রকাশিত হবে বলেই অনুমান করা হচ্ছে! খুব সম্ভবত পরের বছরেই আবারও নতুন টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে পর্ষদের তরফে।


প্রাইমারি টেট ১১ই ডিসেম্বর খুব সুষ্ঠভাবেই সম্পন্ন হয়েছে সমস্ত কড়াকড়ি মেনে। সমস্ত পরীক্ষার্থীদেরও যথেষ্ট সুবিধা হয়েছে সেদিন পরীক্ষাকেন্দ্রে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া কোনো গন্ডগোলের খবরও নেই। এদিন সুন্দরভাবে চেকিং (Checking) করে, মেটাল ডিটেক্টর (Metal Detector) দিয়ে পরীক্ষা করে, বায়োমেট্রিক (Biometric) পরীক্ষা করিয়ে পরীক্ষার্থীদের কেন্দ্রের মধ্যে প্রবেশ করানো হয়।
এদিন রাজ্যের টেট পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৭ লক্ষেরও বেশি। তার মধ্যে ৬ লক্ষের বেশি পরীক্ষার্থী সেদিন পরীক্ষা দিয়েছেন। তবে এদিন যে অত্যন্ত শান্তিপূর্ণ যে শৃঙ্খলাপূর্ণ পরীক্ষা দিতে পেরেছেন তাঁরা সেই বিষয়ে তাঁরাও একমত পর্ষদের সাথে। সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে সব নিয়ম ও পরীক্ষা।
পরীক্ষার দিন পরীক্ষা চলাকালীন সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (Chairman) নিজে কলকাতা ও কলকাতার ধারেকাছের কিছু কেন্দ্রের পরীক্ষা খতিয়ে দেখতে সরেজমিনে যান। সরেজমিনে দেখার সময় তিনি শিক্ষামন্ত্রী (Minister of Education) ব্রাত্য বসুকে (Bratya Basu) অনেক ধন্যবাদ জানান ও বলেন যে ব্রাত্য বসুর (Bratya Basu) কঠোর পদক্ষেপের জন্যই এদিন সব ভালোভাবে হয়েছে এবং কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস বা টুকলির ঘটনা ঘটেনি। এত সুন্দরভাবে টেট পরীক্ষা এই প্রথম হলো এও তিনি জানিয়ে রিপোর্ট দেন পর্ষদে।


শুধু পরীক্ষাই নয় বরং এবার খুব শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশে তৎপর হয়েছেন তাঁরা। পর্ষদের তরফে জানানো হয়েছে যে চলতি মাসের শেষের দিকেই ২০২২ সালের টেট পরীক্ষার ফলাফল জানানো হবে এবং ২০২৩ সালের শুরুর দিক থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২০১৭ এবং ২০১৪ এর উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে। এই নিয়োগপ্রক্রিয়াও (Recruitment Process) যথেষ্ট নিয়ম মেনে ও স্বচ্ছভাবেই করা হবে এমনটাই তাঁদের তরফে দাবি।
রাজ্যবাসীর মনে যে শঙ্কা বেঁধেছিল টেট (TET) ও এসএসসি (SSC) দুর্নীতি নিয়ে, তা এবার কমবে বলেই আশা করছেন পর্ষদের তরফে। পর্ষদ নিজেদের ওপর পাওয়া একের পর এক দুর্নীতির অভিযোগ ও দুর্নীতির কালিমা মুছতে সবরকম চেষ্টা করেছিলো এবার। আগামী বছরে চাকরিপ্রার্থীদের জন্য বিপুল হারে খুশির খবর আসতে চলেছে। নতুন এক আশার আলো ছড়িয়ে যেতে চলেছে আগামী বছরে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *