মা হারা মেয়ের যন্ত্রণা ও একাকীত্ব ফুটে উঠবে ‘হার মানা হার’ ছবিতে

মিষ্টি। এক ছোট্ট চঞ্চল কিশোরী। আর পাঁচজন শিশুর মতই তাঁর জীবন স্বাভাবিক ছন্দ লাভ করতে পারত, কিন্তু বাদ সাধে তাঁর মায়ের অনুপস্থিতি। কমবয়সে মাতৃহারা হয় মিষ্টি। কুঁড়ে খায় তাঁকে এই যন্ত্রণা। বাবা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলেও, মিষ্টির মায়ের স্থান পূরণ হয় না। কি হবে ছোট্ট মিষ্টির আগামী, সে কি খুঁজে পাবে তাঁর ‘নতুন’ মা কে? সেই নতুন মা কি হয়ে উঠতে পারবেন তাঁর বন্ধু, সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে রাজা চন্দ পরিচালিত ছবি ‘হার মানা হার’।

হার মানা হারের একটি দৃশ্য

মিষ্টির ভূমিকায় অভিনয় করছেন শিশু শিল্পী সিলভিয়া দে। এই চরিত্রের হাত ধরেই তাঁর রুপোলি পর্দায় প্রবেশ। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে সিলভিয়ার অভিনয় বেশ প্রশংসার যোগ্য। মা হারানোর যন্ত্রনা, বিষাদ, অসহায়তা পরতে পরতে ফুটে উঠেছে তার মুখে। এমনকি মা থাকা তার বয়সী অন্যান্য শিশুর প্রতি তার প্রতিহিংসা বোধও বেশ বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। তার বাবার চরিত্রে আছেন সোহম চক্রবর্তী। সোহমের দিদির ভূমিকায় সুদীপ্তা চক্রবর্তীর উপস্থিতি বেশ গুরুত্বপূর্ন। এছাড়া পায়েল সরকার , আয়ুশী তালুকদার, প্রান্তিক ব্যানার্জী রয়েছেন বিশেষ ভূমিকায়।

সুদীপ্তা ও সোহম

ছবিটি এস সি এন্টারটেইনমেন্ট নিবেদিত। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বাবুল সুপ্রিয়। আগামী ১৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

ছবি সৌজন্যে: এস সি এন্টারটেইনমেন্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *