ব্যাংকে টাকা নেই? তবুও দরকার হলেই তুলতে পারবেন ১০হাজার টাকা পর্যন্ত! ঘোষণা করলেন প্রধানমন্ত্রী


ব্যাংক একাউন্টে টাকা না থাকলেও প্রয়োজনে তুলতে পারবেন ১০হাজার টাকা পর্যন্ত। এমনই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তবে অবশ্যই নির্দিষ্ট ব্যাংক একাউন্টে। সাধারণত সেভিংস একাউন্টে একটি মিনিমাম অঙ্কের টাকা রেখে তবেই তোলা সম্ভব। তবে প্রধানমন্ত্রীর কথামতো নির্দিষ্ট একাউন্টে একটাকা না থাকলেও আপনি প্রয়োজনে ১০হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন।


এই প্রকল্প যে ব্যাংক একাউন্ট থেকে পাওয়া যাবে সেটি হলো প্রধানমন্ত্রীর ‘জনধন যোজনা’ (Jan Dhan Jojona) প্রকল্পের আওতায় থাকা একাউন্টগুলি। এই একাউন্টগুলি শুরু হয়েছিলো ২০১৮ সালে। ২০২১ সালে এই একাউন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪২ কোটি মতোন। এবার থেকে এই প্রকল্পের আওতায় থাকা ব্যাংক একাউন্টগুলিতে এই সুবিধা পাওয়া যাবে যে একাউন্টে একটাকাও না থাকলেও ১০হাজার টাকা অবধি তোলা যাবে প্রয়োজনমতো।
দশবছরের বেশি বয়সী যে কেউ এই একাউন্ট খুলতে পারেন। একাউন্ট খুলতে লাগবে শুধুমাত্র আধার কার্ড, পাসপোর্টের মতো কিছু নথিপত্র। এই আওতায় ব্যাংক একাউন্ট খুললে বেশ কিছু সুবিধা মেলে যেমন, এই ধরনের ব্যাংক একাউন্টগুলিতে মিনিমাম কোনো টাকা রাখার প্রয়োজন থাকেনা। এমনকি দুই’লক্ষ টাকা অবধি দুর্ঘটনাজনিত বীমা পাওয়া যায়। এই প্রকল্পের আওতায় থাকা একাউন্টগুলিতে ১০হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফট (Overdraft) পাওয়া যাবে এবং এই একাউন্টে রুপি এটিএম কার্ড (Rupay ATM Card) দেওয়া হয় যাতে এটিএম থেকে টাকা তোলা যাবে।


যেকোনো ব্যাংকেই কিন্তু এই প্রকল্পে একাউন্ট খোলা যায় কোনোরকম চার্জ ছাড়াই। এইজন্য আপনার নিকটবর্তী ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং বিস্তারিত খবর জেনে নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *