Redmi Note 10T 5G মোবাইল সেটটি বিক্রি হচ্ছে দুর্দান্ত ছাড়ে। তাড়াতাড়ি করুন

ভারতীয় বাজারে প্রাপ্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে এম আই ইন্ডিয়া(MI India) বেশ উল্লেখযোগ্য। ভারতীয় বাজারে এই কোম্পানির বহু মডেলের ফোন রয়েছে। প্রায়শই এমআই ইন্ডিয়া নতুন নতুন ফিচার্সের সঙ্গে স্মার্টফোনগুলি (Smartphone) বাজারে লঞ্চ করে। গত বছরে ২০ই জুলাই এই সংস্থা নয় ফিচার্সের সঙ্গে রেডমি নোট ১০টি ৫জি (Redmi Note 10T 5G) স্মার্টফোনটি বাজারে লঞ্চ করেছিল। ফোনটি নিয়ে এখনো পর্যন্ত গ্রাহকেরা পজিটিভ রিপোর্ট জানিয়েছেন। সম্প্রতি রেডমি নোট ১০টি ৫জি ফোনটি কেনার ক্ষেত্রে বিশেষ অফার দিচ্ছে কোম্পানি। আপনি যদি স্মার্টফোন কিনতে চান, তবে এটি আপনার জন্য আকর্ষণীয় অফার হতে চলেছে। দুর্দান্ত ফিচার্স ও আকর্ষণীয় অফারের সঙ্গে এই ফোনটি কিনে 5G ইন্টারনেট ব্যবহারের মজা নিতে পারবেন। কেননা খুব খুব শীঘ্রই দেশজুড়ে 5G নেটওয়ার্ক পরিষেবা চালু হয়ে যাবে। চলুন রেডমি নোট ১০টি ৫জি (Redmi Note 10T 5G) স্মার্টফোনটির দাম ও ফিচার্স সম্পর্কে এই প্রতিবেদন থেকে বিস্তারিত জেনে নিন।

রেডমি নোট ১০টি ৫জি স্মার্টফোনটি এখন কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়। ভারতীয় বাজারে ফোনটি মূল্য ১৮,৯৯৯ টাকা। তবে ফ্লিপকার্ট (Filpcart) থেকে কিনলে পেয়ে যাবেন ১৮% ছাড়। অর্থাৎ ১৮,৯৯৯ টাকার ফোন ৩৫০০ টাকা ডিসকাউন্ট (Discount) দিয়ে ১৫,৪৯৯ টাকায় পাচ্ছেন। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু ছাড়ের অফার। SBI ডেবিট কার্ডে ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ডে ৫% ক্যাশব্যাক। অন্যদিকে এই ফোনটি ৫৩৮ মাসিক কিস্তিতে কিনতে পারবেন। পুরানো মোবাইল এক্সচেঞ্জের (Mobile Exchange) ক্ষেত্রে ১৪,৭৫০ টাকা পর্যন্ত অফার রয়েছে।

Redmi Note 10T 5G -এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে জেনে নিন

১) রেডমি নোট ১০টি ৫জি ফোনটি ৬ GB র‌্যাম (Ram)ও ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ (Internal Storage) যুক্ত।

২) ফোনটি ৬.৫ ইঞ্চি গরিলা গ্লাস (Gorilla Glass) ডিসপ্লে সহ, ৯০ হার্টজ রিফ্রেশ রেট ব্যাবহার করা হয়েছে।

৩) এই ফোন অক্টা-কোর মিডিয়াটেক(Octa Core Mediatek) ডায়মেনসিটি ৭০০ প্রসেসর যুক্ত। এছাড়া অ্যান্ড্রয়েড ১১ ভার্সান ব্যাবহৃত হয়েছে।

৪) স্মার্টফোনটি ট্রিপল ক্যামেরা যুক্ত, যেখানে ৪৮
MP প্রাইমারি সেন্সর, ২ MP ডেপ্থ সেন্সর এবং ২ ML ম্যাক্রো সেন্সর লাগানো রয়েছে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য ৮ MP বিশিষ্ট ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
এছাড়া সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোনটিকে সিকিউরিটি দেবে।

৫) ফোনটিতে ব্যাটারি ক্যাপাসিটি খুব ভালো। এতে ৫,০০০ mAh ব্যাটারি ব্যাবহার করা হয়েছে, যা ১৮W ফাস্ট চার্জিংয়ের পরিষেবা দেবে।

Scroll to Top