রূপকথা ভালোবাসেন? রাজা রানী, এবং একটি সব পেয়েছির দেশ? কিন্তু একটি দেশেই কি সব পাওয়া যায়? কিন্তু দেশের সংজ্ঞা কী? আসলে দেশ মানে সেখানে ধন, দৌলত, ফসল, নিরাপত্তা সব কিছুই যে থাকবে, এমন নয়। কখনও নিজের প্রাণের মানুষের সঙ্গে এক ছাদের তলায় শান্তিতে এবং নিরাপদে থাকাটাও সব পেয়েছির দেশ হয়ে ওঠে। মানসিক শান্তি যেখানে থাকবে, তখন যেন মনে হবে “এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি…”।
আওয়ান্থা (Awantha) নামের একটি রাজ্য। সে রাজ্যের পরমা সুন্দরী রাজকুমারী জেনিফার। বলা হয়, তাঁর রূপ এই পার্থিব জগতে মেলা দায়। কিন্তু জেনিফার যেমন জীবনের প্রেয়সী, সে জীবন তাঁর নয়। রাজকুমারী হয়েও সে পায় না তাঁর মনের মানুষকে! প্রতিবেশী রাজ্যের রাজপুত্রের সঙ্গে ঠিক হয় তাঁর বিবাহ।
নাহ্, কোনও বইয়ে পড়া রাজা রানীর গল্প নয়। মাস কয়েক আগে এমনই এক দৃশ্যপট নিয়ে মুক্তি পেয়েছিল ভারতীয় ‘মেলোডি কুইন’ শ্রেয়া ঘোষাল এবং মরক্কের গায়ক সাদ লামজারেদের গান ‘গুলি মাতা’ (Guli Mata)। ঠিক যেন হুবহু এক রাজা রানী সম্মিলিত আরব্য উপাখ্যান। গানটিতে অভিনয় করেছেন ভারতীয় রুপোলি জগতের চেনা মুখ জেনিফার উইঙ্গেট (Jennifer Winget) এবং খোদ সাদ লামজারেদ (Saad Lamjarred)।
গানের দৃশ্যায়ন গড়ে উঠেছে একটি রাজপ্রাসাদকে কেন্দ্র করে। সেই রাজ প্রাসাদের রাজকুমারীই জেনিফার। কোনও রাজ্যের রাজপুত্রকে নয়, বরং এক সাধারণ যুবক সাদকে মন দিয়েছে রাজকন্যা। কিন্তু তাঁদের সম্পর্ক যে তথাকথিত সমাজবিরুদ্ধ! তবুও সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে এক হতে চায় জেনিফার আর সাদ। সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে, ভালোবাসার ভেলায় ভেসে এগিয়ে যেতে থাকে সেই সব পেয়েছির দেশের উদ্দেশ্যে। যেখানে নিজের মানুষটির সঙ্গে ভালো থাকাই মূল উপজীব্য।
এক অপূর্ব মায়াবী গাঁথুনিতে বুনন করা হয়েছে গানটি। হাজার হাজার মানুষের মন ছুঁয়ে গেছে ‘গুলি মাতা’ (Guli Mata)। গানের কথা, সুর, কণ্ঠস্বর, অভিনয় যেন এক স্বপ্ন রাজ্য তৈরি করেছে শ্রোতার মনে। এক আরব্য রজনীর ভালোবাসার মরশুমে ভাসছেন আপামর ভারতীয়।