২০১৬, ৩১ মার্চ! অন্যান্য দিনের মতই ব্যস্ততায় মগ্ন মহানগরী। অন্যান্য দিনের মতই মায়ের চাকুরীজীবী ছেলে বাড়ির বাইরে কর্মরত। অন্যান্য দিনের মতই অফিস ফেরতা প্রেমিকের জন্য প্রেমিকা অপেক্ষারত। অন্যান্য দিনের মতই ফুটপাতবাসীর একফালি সুখের সংসার হেসে খেলে উঠেছে। আচমকা বিপর্যয়।
চোখের পলকে ছারখার হয়ে গেল একটা সাজানো জগৎ! ভেঙে পড়ল পোস্তা ফ্লাইওভার! গ্রাস করল সকল অপেক্ষার পরিণতি! তলিয়ে গেল মায়ের ছেলে থেকে শুরু করে, নতুন বিবাহিত দম্পতি, কিংবা কয়েকশো আস্ত সংসার! চাপা পড়ে গেল নিমেষে!
সেই ভয়াবহ কলকাতার বুকে ঘটে যাওয়া ‘ব্ল্যাক ডে’র স্মৃতি ফিরে এল, পাভেলের আগামী ছবি, ‘কলকাতা চলন্তিকা’এ। সেদিনকার সেই দুর্বিষহ পরিণতি গ্রাস করেছিল যাদের, কেমন আছে তাঁদের পরবর্তী জীবন? কেমন আছেন সেই সকল ফুটপাতবাসী? খোঁজ করেছেন পাভেল তাঁর আসন্ন ছবিতে। প্রেক্ষাপটে যুক্ত হয়েছে আরও নানান রকম দিক, আরও বিভিন্ন স্তরের মানুষের গল্প।
পোস্তার ফুটপাতবাসী দম্পতির ভূমিকায় রয়েছেন সৌরভ দাস এবং ইশা সাহা। দিতিপ্রয়া রায় রয়েছেন প্রযুক্তিবিদের চরিত্রে। বিশেষ ভূমিকায় দেখা যাবে কিরণ দত্ত ওরফে ‘দ্য বং গাই’কে। অপরাজিতা আঢ্য থাকবেন এক কর্তব্যপরায়ন পুলিশের ভূমিকায়। এছাড়াও খরাজ মুখার্জী, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, অনামিকা সাহার মত তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীকেও দেখা যাবে এই ছবিতে। চলতি মাসেই মুক্তি পাবে ‘কলকাতা চলন্তিকা’।