বিশ্বের জনপ্রিয় টেক জয়েন্ট সংস্থা হলো মটোরোলা (Motorola)। সমগ্র বিশ্ব জুড়েই ছড়িয়ে রয়েছে এই সংস্থা। ভারতেও বেশ চাহিদা রয়েছে মটোরোলার স্মার্টফোন। চলতি বছরের আগস্ট মাসে মটোরোলা এক দুর্দান্ত মডেলের স্মার্টফোন ভারতীয় বাজারে (Indian Market) লঞ্চ করেছিল। ফোনটির নাম মটোরোলা জি৬২ ৫জি (Motorola G62 5G)। বর্তমানে এই ফোনটিতে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় (Special Discount )। এখন এটি কিনলে পেয়ে যাবেন খুব কম দামে। আজকের প্রতিবেদন থেকে এ নিয়ে বিস্তারিত জেনে নিন।
Motorola G62 5G স্মার্টফোনটি মধ্যবিত্তদের নাগালের মধ্যে। খুবই স্বল্প মূল্যে এটি কিনতে পারবেন। এবার এই ফোনটি ফিল্পকার্ট (Filpcart) থেকে কিনলে পেয়ে যাবেন বিশেষ ছাড়। ফোনটির প্রারম্ভিক ১৫,৯৯৯ টাকা এবং ৮ জিবি র্যাম বিশিষ্ট ভেরিয়েন্ট নিলে দাম পড়বে ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে ফিল্পকার্ট অ্যাক্সসিস ব্যাংক কার্ড (Filpcart Axis Bank Credit Card) ব্যবহার করে ফোনটি কিনলে, পাবেন অতিরিক্ত ৫% ছাড়। এছাড়া ফোন কেনায় HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড (HDFC Bank Credit Card) ব্যাবহার করলে পাবেন ১৫০০ টাকার ছাড়।
Motorola G62 5G স্মার্টফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
১) Motorola G62 5G স্মার্টফোনটি 6.5-ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে বিশিষ্ট। যা 120Hz রিফ্রেশরেটে কাজ করবে। অন্যদিকে এই ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট হল 240Hz।
২) এই স্মার্টফোনটিতে ব্যাবহৃত হয়েছে Snapdragon 695 5G SoC প্রসেসর। এই ফোনটি
5G এর 12 ব্যান্ড সার্পটেড। এছাড়া এই ফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ হবে। একটি ভেরিয়েন্ট ৬জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। অন্যটি ৮জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৩) ফটোগ্রাফির জন্য মটোরোলার এই স্মার্টফোনে লাগানো রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। যেখানে থাকবে 50MP প্রাইমারি ক্যামেরা সহ 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য লাগানো হয়েছে ১৬MP ফ্রন্ট ক্যামেরা।
৪) এছাড়া Motorola G62 5G স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি।