ভারতের অন্যতম টেক জয়েন্ট সংস্থা হলো লাভা (Lava)। ভারতীয় বাজারে লাভার প্রচুর সংখ্যক স্মার্টফোন রয়েছে। সম্প্রতি এই সংস্থা ভারতীয় বাজারে (Indian Market) আরেকটি নতুন মডেল লঞ্চ (New Smartphone Launch) করলো। লাভার নতুন এই ফোনটির নাম লাভ ব্লেজ এনএক্সটি (Lava Blaze NXT)। ফোনটি খুবই কম দামে পাওয়া যাবে। আজকের প্রতিবেদন থেকে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবেন। চলুন লাভার নতুন ফোনটির ফিচার ও স্পেসিফিসেশন (Feature & specification) সম্পর্কে জেনে নিন। ভারতে Lava Blaze NXT ফোনটি খুবই কম দামে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম রাখা হয়েছে ৯,২৯৯ টাকা। এই দামে ৪
জিবি
RAM এর স্মার্টফোনটি কিনতে পারবেন। এছাড়া ফোনটিতে
রয়েছে ৩
জিবি ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে।
সাথে থাকছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
অনলাইনে আগামী ২রা ডিসেম্বর ফোনটির সেল শুরু হবে।
অ্যামাজনে (Amazon) ফোনটি পাওয়া যাবে। এছাড়া থাকছে ফ্রি হোম সার্ভিস।
লাভা ব্লেজ এনএক্সটি স্মার্টফোনটির স্পেসিফিকেশন ও ফিচার
১) লাভা ব্লেজ এনএক্সটি স্মার্টফোনটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ২.৫D কার্ভড IPS ডিসপ্লে বিশিষ্ট। যা
৯০ হার্টজ রিফ্রেশ রেটিং যুক্ত। এছাড়া এটিতে ওয়াটারড্রপ নচ-স্টাইল রয়েছে।
২) ফোনটিতে থাকছে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা সেন্সর (Camera Sensor)। ফটোগ্রাফির জন্য লাগানো হয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ভিজিএ ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া রিয়ার ক্যামেরা ৬এক্স জুম, বিউটি মোড, এইচডিআর মোড, নাইট মোড, প্যানোরামা মোড সাপোর্টেড।
৩) ফোনটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর (Mediatek Helio G37) যুক্ত। যা অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন দ্বারা চালিত হবে।
৪) নিরাপত্তার জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ফেস আনলক ফিচার। ব্যাটারি ক্যাপাসিটির (Battery Capacity) কথা বললে, এটি ৫০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত। যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।
৫) অন্যনা ফিচার বলতে গেলে, ফোনটি ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মিলবে। অন্যদিকে ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র্যাম পাওয়া যাবে। এছাড়া ফোনটিতে 4G LTE, ব্লুটুথ ভি৫.০, ওয়াই-ফাই, জিপিএস, OTG, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক সাপোর্ট করে।