হারানো মোবাইল ফিরে পেতে নতুন পথ দেখানো কেন্দ্র সরকারের এই অ্যাপ। কিভাবে? জানুন।

আমাদের মধ্যে অনেকেই আছে যাদের একবার না একবার হলেও মোবাইল হারিয়েছে। মোবাইল ফোনের মধ্যে আমাদের প্রয়োজনীয় অনেক ডকুমেন্ট, অনেক ছবি ,ভিডিও এবং পুরনো অনেক স্মৃতি থাকে। আচমকা মোবাইল চুরি হয়ে গেলে বা হারিয়ে ফেলে আমাদের মনের মধ্যে একটা বড় ধাক্কা লাগেই। এছাড়া মোবাইল এর দামের বিষয়টা তো আছেই।

প্রতিদিন ভারতে যত মোবাইল হারিয়ে যায় ,সব মোবাইল উদ্ধার করা যায় না। কিছু কিছু মোবাইল পুলিশি উদ্যোগে উদ্ধার করা গেলেও বেশিরভাগই আর ফিরে পাওয়া হয় না। তবে মোবাইল হারিয়ে যাওয়ার সমস্যা সমাধান করতে নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্র সরকার। আপনারা এই অ্যাপের মাধ্যমে পুরনো মোবাইল অর্থাৎ হারিয়ে যাওয়া মোবাইল খুঁজে পেতে পারবেন এবং সেটি ব্লক করে দিতে পারবেন।

CENTRAL EQUIPMENT IDENTITY REGISTRY – এই বিশেষ সিস্টেমটি এবার থেকে ভারতের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রত্যেক বাসিন্দাদের মোবাইলেই থাকবে বলে জানানো হয়েছে। তবে এই সিস্টেমটি ২০১৯ সাল থেকেই দাদরা ও নগর হাভেলি মহারাষ্ট্র এবং গোয়ায় পৌঁছে দেওয়া হয়েছিল। সে বছর দিল্লিতেও এই সিস্টেমটি চালু করা হয়েছিল তবে ভারতের অন্যান্য রাজ্যে এই সিস্টেমটি চালু করা হয়নি। এবার দেশের প্রত্যেকটি রাজ্যের বাসিন্দারাই এই সিস্টেমটি ব্যবহার করতে পারবেন।

আপনাকে মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। নাম CEIR । এছাড়া আপনি অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেও কাজ করতে পারবেন।

আপনার মোবাইল ফোনের বাক্সর গায়ে একটি নাম্বার লেখা থাকে ,যেটিকে বলা হয় IMEI NUMBER। মোবাইল ফোনের বাক্সটি না থেকে থাকলে আপনি মোবাইল ফোনের ডায়াল প্যাড থেকে *#06# ডায়াল করে IMEI নম্বর জেনে নিতে পারেন।

কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে ভারতের প্রত্যেকটি মোবাইলের আইএমইআই নাম্বারই CEIR-এ গচ্ছিত থাকবে। এই নম্বরটির সাহায্যে আপনারা পুরনো ফোন ব্লক করতে পারবেন বা খুজে পাবেন।

তবে ফোন হারিয়ে গেলে অবশ্যই একটি এফআইআর করতে হবে এবং সেই FIR নাম্বারের ভিত্তিতেই আপনারা ফোন সংক্রান্ত পরবর্তী পদক্ষেপে যেতে পারবেন। এই নতুন সিস্টেমের মাধ্যমেই আপনার ফোন খুঁজে পাওয়া যাবে।

Scroll to Top