‘…এই দুঃখটা বড় দামী’! কেটে গেছে অনেকটা বছর, কেমন আছে শৈশবের প্রেম?

‘আমার সঙ্গে দিগন্তে যাবে?’ দিগন্ত! এক উদারতা! এক মুক্তি! প্রেম বোধ হয় এমন খোলামেলাই হয়। এমন উদারই হয়! সকল আবেগ, উদ্দীপনা, উচ্ছ্বাসের এক অনিয়ন্ত্রিত দৌরাত্ম্য রাজ করতে থাকে শরীরে! মনে হয়, ‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা..’! আর জীবনের প্রথম প্রেম? সেই প্রেম যে আরও বাঁধনহীন, আরও উদ্যম! সে জানে না প্রথম বিচ্ছেদের যন্ত্রণা, সে জানে না কোনও সতর্কতা! উজাড় করে একাত্ম হয়ে ওঠে প্রিয়তমের সঙ্গে। ঠিক এমনই এক সদ্য প্রেমে পড়া যুগল, শরতপল্লির দুর্গা আর সত্যেন। দুজনেই সদ্য যৌবনের প্রতিনিধি! একে অপরের মধ্যে যৌবনের প্রাকৃতিক নিয়মে আবদ্ধ হয়ে পড়েছে। চলছে গোপনে দিগন্ত দেখার বাসনা পূরণের তোড়জোড়! কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সম্পর্কের আকাশ ছোঁবে কি পূর্ণতার দিগন্ত? নাকি এই দিগন্তই হয়ে উঠবে তাঁদের সম্পর্কের পূর্নচ্ছেদ! সেই নিয়ে আবর্তিত হয়েছে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং দিব্যজ্যোতি দত্ত অভিনীত, বাংলাদেশি সঙ্গীত শিল্পী মাহতিম শাকিবের গলায় ‘দেখেছি রূপসাগরে’ গানটির আধুনিক সংস্করণটি।

ঘটনাটি এতক্ষণে অনেকেই ধরতে পেরেছেন। কনসেপ্ট অতি চেনা। শৈশবের প্রেম, তার স্বভাবজাত কারণে বিচ্ছেদ, তারপর যে যার জীবনে দুটো আলাদা পথে অগ্রসর হওয়া। কিন্তু এই উপস্থাপন চেনার মধ্যেকার হলেও, বড়ই বুক চিনচিন করিয়ে দেয়। এটি বয়সের দুটি অধ্যায়কে নিয়ে সংঘটিত হয়েছে। একটি যৌবন, আর একটি বার্ধক্যে সেই যৌবনের স্মৃতিচারণ। বুকে মোচড় দিয়ে ওঠে সেখানেই। সত্যেনের সঙ্গে দুর্গার বিচ্ছেদ ঘটার পর, অবিবাহিত, বৃদ্ধা দুর্গা তাঁর আদি বাড়ি শরতপল্লীতে ফিরে আসে! কিন্তু পথে ‘অচেনা’ বৃদ্ধ সস্ত্রীক সত্যেনকে দেখে থমকে যায় দুর্গা! থমকে যায় দর্শক! শৈশবে সম্পর্ক তথাকথিত ভাবে শেষ হয়ে যাওয়ার পরেও, গানের এই দৃশ্যটিই মনে করিয়ে দেয়, ‘শেষ হয়েও হইল না শেষ..’। মনে করায় এটাও, ‘এই দুঃখটা হয়ে থাক, এই দুঃখটা বড় দামী’! দুর্গার কাছে থেকে গেছিল, সত্যেনের দেওয়া প্রথম প্রেমের স্মৃতি। সেই স্মৃতিও দুর্গা ভাসিয়ে দিল জলে! তখনই ফিরে আসার সময় দেখা হয় সত্যেনের সঙ্গে। কিন্তু ‘সংসারী’ সত্যেন চিনতে পারে না দুর্গাকে। এই নিয়ে দ্বিতীয়বার তাঁরা বিচ্ছিন্ন হয়ে যায়… বারবার প্রকট হয়ে ওঠে, ‘তারে ধরি ধরি, মনে করি, ধরতে গেলেম আর পেলেম না…’

দেখেছি রুপসাগারে- দুর্গা ও সত্যেন

গানটি জুড়েই রয়েছে গ্রাম্য সারল্য। এই প্রজন্মের দুই অভিনেতা অভিনেত্রীর অভিনয়ই হয়ে উঠেছে বিশ্বাসযোগ্য। দশ ঘণ্টার মধ্যে তেইশ হাজারের বেশি মানুষ সাক্ষী হয়েছেন শরতপল্লীর দুর্গা সত্যেনের পারস্পরিক যাপনে। বহু মানুষ কমেন্ট করে জানিয়েছেন তাঁর সঙ্গে গানের সাদৃশ্যের কথা। এই জুটিটিও মনে ধরেছে সকলের।

দেখেছি রুপসাগারে- কিছু দৃশ্য

Image Courtesy: SVF Music and Instagram

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *