ভারতের জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলির মধ্যে Jio, Airtel এবং Vi উল্লেখ্যযোগ্য। তিনটি কোম্পানির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগেই থাকে। গ্রাহকরাও নিজেদের সুবিধামতো ভালো অফার খুঁজে একটি টেলিকম কোম্পানি থেকে অপর টেলিকম কোম্পানিতে নিজেদের সিমটি শিফট করতে থাকেন।
বর্তমানে মোবাইলের সিম শুধুমাত্র কথা বলার জন্যই কাজে লাগে না, বরঞ্চ ব্যাংকিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া (Social media) – সব কিছুরই আধার এই সিম। মোবাইলে সিম না থাকলে ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ মেসেজ, ওটিপ(OTP) কিছুই পাবেন না গ্রাহক। ব্যাংক থেকে টাকা তুলতে এবং জমা দিতেও সমস্যা হবে। আধার (aadhar link) লিঙ্ক করা থাকায় আদার সংক্রান্ত কোন মেসেজ ও ফোনে আসবে না যদি ফোনের সিম না থাকে।
সম্প্রতি এয়ারটেল সারা ভারতজুড়ে অত্যাধুনিক টেলিকম ব্যবস্থা 5G চালু করা শুরু করেছে। তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ করতে চলেছে airtel। গ্রাহকরা জেনে নিন কোন উপায়ে আপনারা আপনাদের সিম চালু রাখতে পারবেন।
এয়ারটেল কোম্পানি তাদের থ্রিজি প্রযুক্তি ফেজ আউট(Phase out) করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ 3G পরিষেবা বন্ধ হতে চলেছে এয়ারটেলের।
এয়ারটেল মোবাইল বর্তমানে নেটওয়ার্কের পরিষেবা দেয় 2G, 3G এবং 4G ; তবে এখন থেকে শুধুমাত্র 2G এবং 4G নেটওয়ার্কেই পরিষেবা উপলব্ধ হবে। কোনরকম 3G পরিষেবা আর ব্যবহার করতে পারবেন না গ্রাহকেরা।
সকালে হয়তো এন্ড্রয়েড ফোন (Android mobile) নেই। ফিচার ফোনে (Feature phone) গ্রাহকদের প্রয়োজন মেটানোর জন্য ভারতের মহারাষ্ট্র এবং গোয়াতে 2G পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাবে এয়ারটেল। বর্তমানে হঠাৎ করেই সারা বিশ্বে ফিচার ফোন ব্যবহারের প্রবণতা বেড়ে গিয়েছে। সেইদিক মাথায় রেখে এই সিদ্ধান্ত এয়ারটেল এর।
3G প্রযুক্তি শেষ করার পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার মুম্বাই বাদে সমগ্র মহারাষ্ট্র এবং গোয়াতে 3G নেটওয়ার্ক বন্ধ করার কথা ঘোষণা করেছে airtel৷
মহারাষ্ট্র এবং গোয়াতে airtel 2100 মেগাহার্জ ব্যান্ড পুনরায় তৈরি করেছে। যেটি 4G নেটওয়ার্ক আরো শক্তিশালী করবে। এই নেটওয়ার্ক শক্তিশালী করার জন্য এতদিন থ্রিজি ব্যবহার করা হচ্ছিল। বর্তমানে অত্যাধুনিক “এল ২১০০” প্রযুক্তি স্থাপন করেছে airtel। ফলে এয়ারটেলের পরিষেবা চলবে আরো দ্রুতগামী।
তবে এই পরিষেবা বন্ধ হয়ে গেলেও গ্রাহকদের নিজেদের নম্বরের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা হবে না। মোবাইল সেট আপগ্রেড করলেই এই পরিষেবা মিলবে। যারা ইতিমধ্যেই ৫জি স্মার্ট ফোন কিনেছেন, তাদের কোনো অসুবিধা হবারই কথা নয়।
খুব শীঘ্রই সারা ভারতে শুরু হতে চলেছে 5জি পরিষেবা। কলিং থেকে শুরু করে ইন্টারনেট সবকিছুতেই আমল পরিবর্তন আসতে চলেছে খুব শীঘ্রই। এয়ারটেল এর পক্ষ থেকে গ্রাহকদের বলা হয়েছে নিরবিচ্ছিন্ন পরিষেবা পাওয়ার জন্য তারা যেন তাদের হ্যান্ডসেট অথবা সিম আপগ্রেড করেন।