এবার ‘ঘোড়ে পে সাওয়ার’ করলেন নীমা পল! আফ্রিকান কনটেন্ট ক্রিয়েটারের গুণে মুগ্ধ নেট-দুনিয়া

এখন ইন্টারনেটের যুগ। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাই প্রযুক্তির প্রয়োগ ছড়িয়ে পড়েছে দিগ্বিদিক। সে সুদূর আফ্রিকার প্রত্যন্ত কোনও গ্রাম হোক, কিংবা বড় কোনও রাষ্ট্র। উন্নতি সাধন থেকে কেউই বঞ্চিত নন। যেমন তার জ্বলন্ত উদাহরণ হলেন আফ্রিকার তানজানিয়ার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা কিলি পল (Kili Paul) এবং তাঁর সহোদরা নীমা পল (Neema Paul)। তাঁরা কনটেন্ট ক্রিয়েটর (Content Creator) হলেও আদিবাসী সম্প্রদায়ের। বলা বাহুল্য, সেই কারণেই তাঁরা বেশ চর্চিত।

তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। তাঁদের অনুগামী সংখ্যাও অগণিত। দুই ভাই বোনেরই মিলিয়নের উপর ফলোয়ার রয়েছে ইনস্টাগ্রামে। তাঁদের কনটেন্টের মূল উপজীব্য হল, বলিউডের গান। মূলত তাঁরা ‘ট্রেন্ডিং’ গানে ‘লিপ সিনক’ অর্থাৎ ঠোঁট মিলিয়ে থাকেন। এমনকি বেশ কয়েক বছর আগে ভাইরাল হওয়া বাঙালি বাদাম বিক্রেতা, ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গেও তাল মেলাতে দেখা গেছে এই আফ্রিকান যুগলকে। গায়ক জুবিন নওটিয়ালের গান হোক, বা অরিজিৎ সিংয়ের গানে মেতে ওঠা, শুধু তাই নয়, এমনকি ভারতের স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীতের সুরেও সুর মিলিয়েছিলেন তাঁরা।

শুধু গায়ক বা গায়িকার হয়ে ঠোঁট মেলান, এমন নয়। নিজেদের গলাতেও বলিউডের গান গাইতে বেশ স্বচ্ছন্দ এই আফ্রিকান ভাই বোন। বেশ কিছুদিন আগে রাজ কাপুর অভিনীত ‘আনাড়ি’ ছবির গান, মুকেশের কণ্ঠে ‘জিনা ইসি কা নাম হে’ কিলি নিজের গলায় গেয়ে শোনান অনুরাগীদের। স্পষ্ট উচ্চারণে, উপযুক্ত সুর-তাল-লয়ের উপস্থিতিতে নেটিজেনরা তাঁর গান ভীষণ উপভোগ করেন। সম্প্রতি তাঁর বোন নীমাও দাদার পথ অনুসরণ করলেন। বিখ্যাত নেটফ্লিক্স প্রজেক্ট ‘কালা’ ছবির গান ‘ঘোড়ে পে সাওয়ার’ ইতিমধ্যে মন ছুঁয়েছে দর্শকের। সেই গান রীতিমত রয়েছে ট্রেন্ডিংয়ে। সেই সুযোগই কাজে লাগালেন নীমা। ‘লিপ সিনক’ করে নয়, বরং নিজে গেয়ে আবারও জনমাধ্যমে সকলকে চমকে দিলেন তিনি। দুই ভাই বোনের অন্য দেশের প্রতি এই শ্রদ্ধাশীল মনোভাব, সত্যিই কুর্নিশযোগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *