Tinder অ্যাপ লাগবে না, ফ্রী তে Telegram থেকেই পেয়ে যাবেন মনের মানুষ; জানুন এই Bot সম্পর্কে।

ডেটিং অ্যাপস(Dating apps) এর কথা বললে প্রথমেই মাথায় আসে টিন্ডারের (Tinder) কথা। বর্তমানে ভারতে বেশ জনপ্রিয় এই অ্যাপ। বহু ছেলেমেয়ের মোবাইলে এই অ্যাপটি ইন্সটল করা রয়েছে এবং বলা বাহুল্য যে অনেকেই এই অ্যাপের মাধ্যমে নিজেদের জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন।

শুধুমাত্র Tinder নয়, ভারতে আরো অনেক অ্যাপ আছে যেগুলির মাধ্যমে ডেটিং করতে পারেন ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই। এছাড়া পাত্র পাত্রী খোঁজা, কথা বলার মানুষ খোঁজা, সময় কাটানোর মত মানুষ খোঁজা – এমন অনেক রকম অ্যাপ প্লে স্টোরে(Google play store) পেয়ে যাবেন।

তবে বেশিরভাগ অ্যাপ গুলিতেই টাকা দিয়ে ব্যবহার করতে হয়। বিনামূল্যে সব রকম ফিচার কোন অ্যাপই দেয় না। তবে আজকে আপনাদের টেলিগ্রামের(Telegram) এমন একটি বট সম্পর্কে বলবো যেখান থেকে আপনি একদম বিনামূল্যেই ডেটিং করার মতো মানুষ পেয়ে যাবেন (Free dating app)।

Bot এর নাম: @Flirtu_bot

টেলিগ্রামের সার্চ অপশনে এটি লিখে সার্চ করলেই আপনি এই BOT পেয়ে যাবেন। সেখানে পরপর অপশন অনুযায়ী এগোলে আপনার নাম , ছবি এবং আপনার ডিটেলস এড করতে পারবেন।

এরপর আপনি যতবার সার্চ করবেন এই BOT এ ততবার আপনার বিপরীত লিঙ্গের ব্যক্তিদের ছবি সামনে আসবে।

কাউকে যদি আপনার ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারেন, নয়তো কেটে দিতে পারেন।

যদি আপনি কাউকে লাইক করেন তবে সে একটি নোটিফিকেশন পাবে এবং সেও যদি আপনাকে লাইক করে তবে আপনি একটি নোটিফিকেশন পাবেন এবং নিজেদের মধ্যে কথা বলতে পারবেন।

আপনার যদি কখনো মনে হয় যে এই DATING BOT আপনার দরকার নেই এবং এখানে আপনার যে ছবিটি সেভ হয়ে আছে সেটি আপনি আর রাখতে চান না, তাহলে মেসেজ করেই আপনি আপনার প্রোফাইলটি ডিলিট করতে পারেন।

মেসেজ করতে হলে আপনাকে এই বটের সাপোর্ট একাউন্টে (Support account) মেসেজ করতে হবে।

@FlirtuHelpBot সার্চ করলেই আপনি সাপোর্ট হেল্পলাইন চ্যাট (Helpline chat) পেয়ে যাবেন।

এই বট ইউজ করতে পারবেন আপনি সম্পূর্ণ বিনামূল্যে। আপনার নিকটবর্তী মানুষদেরও এইখানে আপনি দেখতে পারবেন এবং অনেক দূরের মানুষরাও আপনার পছন্দের তালিকায় আসতে পারে।

Scroll to Top