আজ ভারতে Motorola লঞ্চ করল প্রথম pOLED ডিসপ্লে যুক্ত 5G ফোন।

আমেরিকান মোবাইল প্রস্তুতকারক সংস্থা হল মটোরোলা (Motorola)। দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে এই সংস্থার বিভিন্ন মোবাইল চলছে। মাঝে মধ্যেই গ্রহকদের জন্য নতুন মডেলের মোবাইল ফোন নিয়ে আসে এই সংস্থা। সম্প্রতি পাওয়া খবরে এমনই এক তথ্য উঠে আসছে। যেখানে বলা হচ্ছে, এই অক্টোবর মাসে মটোরোলা আরেকটি ‘জি সিরিজের’ (G Series) নতুন স্মর্টফোন (New Smartphone) ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। আজকের প্রতিবেদনে আপনাদের এ নিয়ে বিস্তারিত তথ্য দেব।

মটোরোলা তাদের নতুন স্মার্টফোন মোটো জি৭২ (Moto G72) লঞ্চ করতে চলেছে। এ নিয়ে তথ্য প্রকাশ্যে এসেছে। আজ ৩রা অক্টোবর অফিসিয়াল ভাবে এটি লঞ্চ (Launch) করা হলো। ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এটি ভারতের বাজারে প্রথম ফোন হতে চলেছে, যা 10-বিট 120Hz pOLED স্ক্রিন যুক্ত। দুটি ভিন্ন রঙে এটি বাজারে পাওয়া যাবে, যথা গ্রে এবং পোলার ব্লু।

MOTOROLA G72 স্মার্টফোনের স্পেসিফিসেশন

১) নতুন মোটো জি৭২ ফোনটি 10-বিট FHD+ পোলেড স্ক্রিন যুক্ত, যা 120Hz রিফ্রেশ রেট, 576Hz টাচ স্যাম্পলিং রেট, 100 শতাংশ DCI-P3 কালার গ্যামাট দিতে সক্ষম। এছাড়া ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

২) ফোনটি ৬nm ২.২GHz মিডিয়া টেক হেলিও জি৯৯ (MediaTek Helio G99) অক্টা-কোর প্রসেসর বিশিষ্ট। এতে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সান (Android 12 Version)।

৩) ফোনটিতে রয়েছে 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ (Internal Storage)।

৪) ৫০০০mAh ব্যাটারি ক্যাপাসিটি যুক্ত ফোনটি ৩৩W TurboPower ফাস্ট চার্জিং (Fast Charging) সার্পোটেড।

৫) এছাড়া ১০৮MP রিয়ার ক্যামেরা ব্যাবহৃত হয়েছে। এর সাথে থাকবে LED ফ্ল্যাশ সহ ২টি অনির্দিষ্ট অক্সিলিয়ারি ক্যামেরা। তবে ফ্রন্ট ক্যামেরা নিয়ে কোনো তথ্য সামনে আসেনি।

ফোনটি নিয়ে গ্রাহকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই ফোনটি লঞ্চ হওয়ার অপেক্ষায় আছেন। তবে ভারতীয় বাজারে ফোনটির দাম কত হবে? তা জানা যায়নি। ফোনটি লঞ্চ হওয়ার পরই তা প্রকাশ্যে আসবে।

Scroll to Top